Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪০, ১৪ অক্টোবর ২০২১
আপডেট: ১০:৪১, ১৪ অক্টোবর ২০২১

সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবির শিক্ষক নিহত

কাজী মশিউর রহমান রাজিব

কাজী মশিউর রহমান রাজিব

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক ছাত্র উপদেষ্টা কাজী মশিউর রহমান রাজিব এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার (১৩ অক্টোবর) ঢাকা -পিরোজপুর মহাসড়কের নাজিরপুর থানার কবিরাজবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তিনি, তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে ভ্যানে করে নিজ বাসা পিরোজপুর থেকে গোপালগঞ্জ রওনা দিয়েছিলেন। পথে একটি দ্রুতগামী বাস তাদের ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে কাজী মশিউর রহমানের মাথার পিছনে গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, দুর্ঘটনায় তার সন্তানের দুটো পা ভেঙ্গে গেছে  এবং তার স্ত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এছাড়াও জানা যায়, কাজী মশিউর রহমানের মরদেহ খুলনা মেডিকেল কলেজ থেকে তার বাসা পিরোজপুরে এ নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, তার এমন আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ শোক প্রকাশ করেছেন।

আইনিউজ/মারুফ আহমেদ খান/এসডিপি  

আইনিউজ ভিডিও

ঘুষি মেরে প্রধান শিক্ষকের দাঁত ভেঙে ফেলায় মৌলভীবাজারে প্রতিবাদ

গিনেস রেকর্ড বুক: এবার স্থান পাবে কি টুনটুনি?

Green Tea
সর্বশেষ