Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩০, ১৭ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:১১, ১৭ অক্টোবর ২০২১

শান্তিপূর্ণভাবে শেষ হলো মাভাবিপ্রবি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা (ভিডিও) 

প্রথমবারের মতো সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জিএসটি) সমন্বিত এ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ন্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 

রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাম্পাসস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাভাবিপ্রবি উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নুর। এ সময় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কেন্দ্র পরিদর্শন শেষে মাভাবিপ্রবি উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের সন্তোষজনক ও ৯০ ভাগেরও বেশি উপস্থিতি প্রমাণ করে  গুচ্ছ পরীক্ষায় শিক্ষার্থীরা অনেক আগ্রহী যা গুচ্ছবিহীন ভর্তি পরীক্ষায় কখনো দেখা যায় নি। শিক্ষার্থীদের কষ্ট ও দূর্ভোগ লাঘবে ২০ টি বিশ্ববিদ্যালয়ের একসাথে ভর্তি পরীক্ষা মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার কারণেই সম্ভব হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এইভাবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে এক বিরাট সাফল্য হবে।‘

এছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানান তিনি।

এরপর গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও বিডিইউ উপাচার্য মাভাবিপ্রবি কেন্দ্রে সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন যা আমরা ১০ বছর ধরে বাস্তবায়নের চেষ্টা করছিলাম। এই দিনটি ইতিহাসে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সফলতম দিন হিসেবে স্মরনীয় হয়ে থাকবে।‘

এছাড়া ভর্তি পরীক্ষা বাস্তবায়নে সহযোগিতা ও শৃঙ্খলা রক্ষার জন্য জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। 

উল্লেখ্য, এ বছর ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের পরীক্ষা সারাদেশের ২৮ টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বাকি ‘বি’ ইউনিট ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আইনিউজ/মুহাম্মদ রওশন জামিল/এসডিপি 

শান্তিপূর্ণভাবে শেষ হলো মাভাবিপ্রবি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা (ভিডিও) 

Green Tea
সর্বশেষ