Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

রাহাদ সুমন, বানারীপাড়া

প্রকাশিত: ১৪:৩৫, ২৭ অক্টোবর ২০২১

চাখার কলেজে শেরেবাংলার জন্মদিন উদযাপন

বরিশালের বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজে উপমহাদেশের কিংবদন্তী রাজনীতিবীদ অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই-বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৮ তম শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আ. রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বাঙালী জাতির অবিসংবাদিত এ নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে অন্যান্যের মধ্যে  আলোকপাত করেন উপাধ্যক্ষ প্রফেসর এএসএম হাবিবুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইফুল্লাহ্ ইবনে আদম, জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক মো. হারুনুর রশীদ, শিক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ।

সভাপতির বক্তৃতায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আ. রব বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের পাশাপাশি  মহান দু'নেতা শের-ই-বাংলা ও বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ অনুসরণ করে সোনারবাংলা বির্নিমানে নিজেদের আদর্শ ও সোনারমানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কলেজের সহকারি অধ্যাপক মুহা. গোলাম ছরোয়ার অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন।

আলোচনা শেষে শের-ই-বাংলা একে ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত ১৯৪০ সালে শের-ই-বাংলা একে ফজলুল হক  চাখারে নিজ নামে কলেজ প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীতে সরকারিকরণ করা হয়।

আইনিউজ/রাহাদ সুমন/এসডি

Green Tea
সর্বশেষ