Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৩, ৩০ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:৪৭, ৩০ অক্টোবর ২০২১

ক্যান্সারে প্রাণ হারালেন শাবির সাবেক শিক্ষার্থী সিনথিয়া

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক শিক্ষার্থী সাবিকুন্নাহার সিনথিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। 

গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গ্রামের বাড়ি হতে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

শনিবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন, শাবির বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা। 

জানা যায়, সাবিকুন্নাহার সিনথিয়া দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকার পিজি হাসপাতালে দীর্ঘদিন যাবৎ তার চিকিৎসা চলছিল। পরবর্তীতে তাকে বাড়িতে নেওয়া হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ছয়টি কেমোথেরাপি দেওয়ার কথা ছিল। এরমধ্যে, তিনটি কেমোথেরাপি দেওয়া সম্পন্ন হয়েছে। তবে, গতকাল রাতে সিনথিয়ার শরীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শাবির বাংলা বিভাগ। এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকাসহ অনেকে।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

Green Tea
সর্বশেষ