Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ৩০ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:২১, ৩১ অক্টোবর ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি এসোসিয়েশনের নতুন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে সোহানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসানকে মনোনীত করা হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর, ২০২১) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশনের উপদেষ্টা মো. জাকারিয়া রহমান (প্রফেসর, ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়) স্বাক্ষর প্রদানের মাধ্যমে ৯ সদস্যের এ কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহকারী সভাপতি ইলিয়াস আলী সৈকত, অর্থ সম্পাদক রাফি ইসলাম সূচনা , আর্ট ডিরেক্টর জাহিন খান, ইভেন্ট অর্গানাইজার সাদমান ইমন, শিডিউল অর্গানাইজার মিশকাতুল মুস্তাকিম সাফল্য, পাবলিকেশন সেক্রেটারি তাজওয়ার আহমেদ তনয়,কমিউনিকেশন সেক্রেটারি আজমাইন আবিদ।

পূর্ববর্তী কমিটির সভাপতি জীবন মালাকার এবং প্রতিষ্ঠাকালীন সদস্যদের বিবেচনায় আইউপিএ এর বর্তমান কমিটির সদস্য নির্বাচনের কার্যক্রম সম্পাদন করা হয়।

উল্লেখ্য, ফটোগ্রাফির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম দেশের চারিদিকে ছড়িয়ে দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফটোগ্রাফিয় সম্ভাবনাগুলো বের করা ও সেগুলোর উন্নয়ন করার উদ্দেশ্যে ২০১৪ সালের ১৬ ই আগস্ট যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশন । ইতোমধ্যেই IUPA একটা ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন আয়োজন করেছে,খুব শীঘ্রই  তারা ক্যাম্পাস ভিত্তিক ও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ফটোগ্রাফি এক্সবিশন হোস্ট করবে।

নব-বির্বাচিত সভাপতি সোহান বলেন, বিশ্ববিদ্যালয়ে আর্ট কালচারের চর্চা থাকাটা জরুরি। সেই লক্ষ নিয়ে ফটোগ্রাফি প্রাক্টিসের মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারবো।

সাধারণ সম্পাদক মাহমুদুল  বলেন, সবার মধ্যেই ছবি তোলার স্বত্তা রয়েছে। আমরা চাই ফটোগ্রাফিকে যারা ভালোবাসেন সবাইকে একটা প্লাটফর্ম এ এনে সবাই একসাথে নিজেদের মধ্যে থাকা ছবি সম্পর্কিত জ্ঞান গুলো জেনে নেই। আর ছবি তোলা যে শুধু ক্যাম্পাস ভিত্তিক হবে তা যেনো না হয়, আমরা চাই ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে ফটোগ্রাফি চর্চাকে সম্প্রসারিত করতে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ