Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ১ নভেম্বর ২০২১

টিকা কার্যক্রম চলা আট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে

করোনা টিকা নিচ্ছেন এক শিক্ষার্থী

করোনা টিকা নিচ্ছেন এক শিক্ষার্থী

রাজধানীতে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম চলা আট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। 

সোমবার (১ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এদিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার (২ নভেম্বর) থেকে আরও সাতটি কেন্দ্রে টিকাদান শুরু হবে।

কেন্দ্রটিতে করোনার প্রথম টিকা পেয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী তাহসান হোসেন ও মাহজাবিন তমা। তারা দুজনই শিক্ষাপ্রতিষ্ঠানটির নবম শ্রেণির শিক্ষার্থী। 

শিক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে। পরদিন থেকে হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল কেন্দ্রে টিকাদান শুরু হবে। দ্বিতীয় দিন থেকে প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এ সময় রাজধানীর আটটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘টিকা কার্যযক্রম চলাকালে টিকা কার্যযক্রম চলা আট শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। এতে তেমন কোনও সমস্যা হবে না। আগামী ১৪ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে, এর দুই-তিন আগেই মাধ্যমিক সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ