Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ২ নভেম্বর ২০২১
আপডেট: ১৫:৪১, ২ নভেম্বর ২০২১

জাঁকজমক ভাবে খুলল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ১৯ মাস পর পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার (২ নভেম্বর) খুলেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। এর আগে ২৫ অক্টোবর হলগুলো খুলে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইটের সামনে শিক্ষার্থীদের ক্যাম্পাসে বরণ করতে নানা আয়োজন করে মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র। আয়োজনের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (চলতি দায়িত্ব) ড. এ আর এম সোলাইমান। এ সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও মিষ্টি মুখ করানো হয়। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য শিক্ষার্থীদের সচেতন রাখতে একটি করে মাস্কও দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. এ এস এম সাইফুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং শিক্ষকবৃন্দ। এছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উপপরিচালক সুব্রত ব্যানার্জী।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে পাওয়ার অনুভূতি ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তাদের বক্তব্যে। দীর্ঘ দিন পর ক্যাম্পাসে এমন অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়ায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র, মাভাবিপ্রবিকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা।

১৯ মাসের অপেক্ষার পর পুরো বিশ্ববিদ্যালয়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বিভাগও নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নেয়।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর অ্যাকাডেমিক কাউন্সিলের ৪৭তম (জরুরি) সভার সুপারিশের ভিত্তিতে এবং একই তারিখের ২২৩তম (জরুরি) রিজেন্ট বোর্ড সভায় ২৫ অক্টোবর হতে প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মাভাবিপ্রবির আবাসিক হলসমূহ খুলে দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে ২ নভেম্বর শিক্ষার্থীদের সশরীরে শ্রেণীকক্ষে পাঠদান ও পরীক্ষা গ্রহণ শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল।

আইনিউজ/মুহাম্মদ রওশন জামিল/এসডিপি 

Green Tea
সর্বশেষ