আইনিউজ ডেস্ক
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : সাধারণ জ্ঞান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : সাধারণ জ্ঞান
১। ২০২১ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কারা?
ক. মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ
খ. মেরি কুরি ও জনসন
গ. আবদুলরাজাক গুরনাহ ও জোসুয়া
ঘ. আকাশ ভৌমিক ও সালসাবিল
উত্তর : ক. মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ
২। ২০২১ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় গোল্ডেন বুট কে পেয়েছেন?
ক. নেইমার খ. লিওনেল মেসি
গ. সুয়ারেজ ঘ. জেসুস
উত্তর : খ. লিওনেল মেসি
৩। কবে করোনা টিকা প্রয়োগের সংখ্যায় ১০০ কোটি ডোজের মাইলফলকে পৌঁছায় ভারত?
ক. ২০ অক্টোবর, ২০২১
খ. ১০ অক্টোবর, ২০২১
গ. ২০ সেপ্টেম্বর, ২০২১
ঘ. ১০ সেপ্টেম্বর, ২০২১
উত্তর : ক. ২০ অক্টোবর, ২০২১
৪। কোয়াড গঠনের উদ্যোক্তা কোন দেশ?
ক. ভারত খ. অস্ট্রেলিয়া
গ. জাপান ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর : গ. জাপান
৫। ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়?
ক. লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র
খ. জেনেভা
গ. সিউল, দক্ষিণ কোরিয়া
ঘ. প্যারিস, ফ্রান্স
উত্তর : ঘ. প্যারিস, ফ্রান্স
৬। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ স্বীকৃতি পায় কবে?
ক. ১০ মার্চ, ২০২১
খ. ১৭ মার্চ, ২০২১
গ. ২৬ মার্চ, ২০২১
ঘ. ১৬ মার্চ, ২০২১
উত্তর : ঘ. ১৬ মার্চ, ২০২১
৭। বাংলাদেশের ২০২১-২০২২ অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ কত?
ক. ২ লাখ ২০ হাজার ৩২৪ কোটি টাকা
খ. ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
গ. ২ লাখ ৩০ হাজার ৩২৪ কোটি টাকা
ঘ. ২ লাখ ৩৫ হাজার ৩২৪ কোটি টাকা।
উত্তর : খ. ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
৮। ২০২১ সালে বৈশ্বিক জ্ঞানসূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত খ. জাপান
গ. সুইজারল্যান্ড
ঘ. নরওয়ে
উত্তর : গ. সুইজারল্যান্ড
৯। কাতারে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন হয় এ বছরের কোন মাসে?
ক. জুলাই খ. আগস্ট
গ. সেপ্টেম্বর ঘ. অক্টোবর
উত্তর : ঘ. অক্টোবর
১০। ভাসানচর আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক নাম কী?
ক. আশ্রয়ণ-৪ খ. আশ্রয়ণ-৩
গ. আশ্রয়ণ-২ ঘ. আশ্রয়ণ-১
উত্তর : খ. আশ্রয়ণ-৩
১১। শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লি নির্মাণ করা হচ্ছে কোথায়?
ক. গাজীপুর খ. রংপুর
গ. যশোর ঘ. জামালপুর
উত্তর : ঘ. জামালপুর
১২। বাংলাদেশে করোনা ভ্যাকসিন গ্রহণকারী প্রথম ব্যক্তির নাম কী?
ক. নজরুল ইসলাম
খ. রানু বেগম
গ. ভেরোনিকা কস্তা
ঘ. নাসিমা সুলতানা
উত্তর : গ. ভেরোনিকা কস্তা
১৩। দেশের সর্বশেষ (২৫তম) স্থলবন্দর কোনটি?
ক. তামাবিল খ. রংপুর
গ. কুমিল্লা ঘ. মুজিবনগর
উত্তর : ঘ. মুজিবনগর
১৪। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত?
ক. ২০,০০০ খ. ১০,০০০
গ. ১৫,০০০ ঘ. ৫,০০০
উত্তর : ক. ২০,০০০
১৫। মুজিববর্ষের থিম সং ‘তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘর’ গানটির গীতিকার কে?
ক. কামাল চৌধুরী
খ. নকিব খান
গ. কবির বকুল
ঘ. আসাদ চৌধুরী
উত্তর : খ. নকিব খান
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা