Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

জি এম ইমরান, শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৩, ৩ নভেম্বর ২০২১

হাঙ্গেরিতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন শাবির সাবেক শিক্ষার্থী

হাঙ্গেরিতে প্রথমবারের মতো 'এক্সিলেন্স অ্যাওয়ার্ড' অর্জন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি)  সাবেক শিক্ষার্থী আমিনুল ইসলাম সাদি। তিনি শাবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৩ নভেম্বর) সকালে আমিনুল ইসলাম সাদি বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত ২৬ অক্টোবর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন দেশের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে এ 'এক্সিলেন্স অ্যাওয়ার্ড' তুলে দেওয়া হয়। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ব্যবস্থাপনা কমিটির সচিব ড. ওরসোল্যো প্যাকসে বলেন, 'হাঙ্গেরি সরকার বুঝতে পেরেছে যে বৈশ্বিক পরিবর্তনের হাত ধরে আমাদেরও সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সে লক্ষ্যে সরকার বিশ্বের মেধাবীদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে।' 

এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, 'আপনারা হচ্ছেন ৫০ হাজার আবেদনকারী থেকে নির্বাচিত অংশ। যারা বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন পড়াশোনা এবং আমাদের কার্যক্রমে সাহায্য করে যাচ্ছেন। আপনাদের অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।'

উল্লেখ্য, আমিনুল ইসলাম সাদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এফইটি) বিভাগ থেকে স্নাতক শেষ করে ২০২০ সালে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি পেয়ে হাঙ্গেরিতে পাড়ি জমান। হাঙ্গেরির ডেব্রেসেন শহরের বিশ্ববিদ্যালয় থেকে ২০২০-২১ সেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেন খাদ্য বিশ্ববিদ্যালয়টির 'ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং' বিভাগ থেকে।  

২০১৭ সাল থেকে দ্বিপক্ষীয় আওতায় হাঙ্গেরি সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ১০০টিরও বেশি 'স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম' বৃত্তি দিয়ে আসছে। 

আমিনুল ইসলাম সাদি ছাড়াও, এ পুরষ্কার পাওয়া অন্য দুই বাংলাদেশি শিক্ষার্থী হলেন, স্নাতক শিক্ষার্থী সাদন মোহাম্মাদ ও সামীন ইয়াসির এবং স্নাতকোত্তর শিক্ষার্থী আমিনুল ইসলাম সাদি।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

Green Tea
সর্বশেষ