Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫, ৫ নভেম্বর ২০২১

ধর্মঘটের মধ্যেই ঢাবির সাত কলেজের পরীক্ষা, ভোগান্তি চরমে

অপেক্ষায় দাঁড়িয়ে অভিভাবকরা।

অপেক্ষায় দাঁড়িয়ে অভিভাবকরা।

দেশে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। এর প্রতিবাদে সারাদেশে ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক পরিবহন সমিতিগুলো। ফলে সারাদেশেই বন্ধ রয়েছে পন্যসহ যাত্রী পরিবহন। এর মধ্যেই আজ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা, ফলে পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে।

শুক্রবার (৫ নভেম্বর) সাত কলেজের পরীক্ষাকেন্দ্রগুলোতে এমন চিত্র দেখা যায়। 

শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে গণমাধ্যমকে জানান, ৩০ টাকার জায়গায় ভাড়া লাগছে ৩শ টাকা। দুইএকটা ছোট-ছোট গাড়ি চলাচল করছে, তাতেই কয়েকগুন ভাড়ায় আসতে হচ্ছে পরীক্ষাকেন্দ্রে।

এদিকে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন জানান,  পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়ায় যথারীতি শুক্রবার সাতটি কেন্দ্রে সাত কলেজের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হবে।

এবার সাত কলেজের বাণিজ্য ইউনিটের মোট ৫ হাজার ৩১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭০০টি।

এছাড়াও একই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের নিয়োগ পরীক্ষা। ঢাকার ৬৫টি কেন্দ্রে প্রায় ২০ হাজার পরীক্ষার্থীর রাষ্ট্রায়ত্ত্ব ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার নিয়োগের পরীক্ষায় অংশ নেওয়ার কথা। এক্ষেত্রেও পরীক্ষা স্থগিত কিংবা বাতিলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় আগামীকাল শনিবার বিকেল ৩টায় এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, ‘সারাদেশের মালিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। সারাদেশের বাস মালিকদের সেন্টিমেন্টের সঙ্গে আমরা কেন্দ্রীয় মালিক সমিতি একমত।’

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ