আইনিউজ ডেস্ক
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : সাধারণ জ্ঞান

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। এবার সব মিলিয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দেশের ইতিহাসে সরকারি কোনো চাকরিতে এটিই সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি।
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য তাই সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে।
১। ‘গোল্ডেন ব্রিজ’ কোন দেশে অবস্থিত?
ক) ভারত খ) পাকিস্তান গ) ভুটান ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর : ঘ) ভিয়েতনাম
২। UNWTO-এর পূর্ণ রূপ কী?
ক) ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্রাভেলিং অর্গানাইজেশন
খ) ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্রিটি অর্গানাইজেশন
গ) ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন
ঘ) ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্রান্সপারেন্সি অর্গানাইজেশন
সঠিক উত্তর : গ) ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন
৩। বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র খ) কাতার গ) কুয়েত ঘ) সৌদি আরব
সঠিক উত্তর : ক) যুক্তরাষ্ট্র
৪। ২০২১ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন কে?
ক) লুইস গ্লাক
খ) আবদুল রাজ্জাক গুরনাহ
গ) মারিয়া রেসা
ঘ) দিমিত্রি মুরাটোভ
সঠিক উত্তর : খ) আবদুল রাজ্জাক গুরনাহ
৫। আফগান সরকারের প্রধান কে?
ক) হামিদ কারজাই খ) মোল্লা ওমর
গ) আবদুল বারাদার ঘ) মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
সঠিক উত্তর : ঘ) মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
৬। প্রথম আরব দেশ হিসেবে কেন দেশ মঙ্গলগ্রহে ‘Hope’ নামক মহাকাশযান উৎক্ষেপণ করেছে?
ক) সৌদি আরব খ) ইউনাইটেড আরব এমিরেটস গ) কাতার ঘ) কুয়েত
সঠিক উত্তর : খ) ইউনাইটেড আরব এমিরেটস
৭। বিশ্বের বৃহত্তম কাজুগাছ কোন দেশে পাওয়া যায়?
ক) দক্ষিণ আফ্রিকা খ) অস্ট্রেলিয়া গ) ব্রাজিল ঘ) ভারত
সঠিক উত্তর : গ) ব্রাজিল
৮। ফুমিও কিশিদা কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন?
ক) জাপান
খ) জার্মানি
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) উত্তর কোরিয়া
সঠিক উত্তর : ক) জাপান
৯। ২০২১ ‘রাইডার কাপ’ কোন দল জয় করেছে?
ক) ইংল্যান্ড খ) জাপান গ) বাংলাদেশ ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর : ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
১০। ‘এপি কালচার’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়?
ক) পশু-পাখি পালন খ) মৌমাছি চাষ গ) মৎস্য চাষ ঘ) হাঁস-মুরগি পালন
সঠিক উত্তর : খ) মৌমাছি চাষ
১১। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি?
ক) ঢাকা খ) চট্টগ্রাম গ) খুলনা ঘ) রাজশাহী
সঠিক উত্তর : খ) চট্টগ্রাম
১২। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের কতজন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়?
ক) ১৬ জনকে খ) ১৭ জনকে গ) ১৮ জনকে ঘ) ২০ জনকে
সঠিক উত্তর : খ) ১৮ জনকে
১৩। ‘খিয়াং’ সম্প্রদায় বাংলাদেশের কোন জেলায় বসবাস করে?
ক) পার্বত্য চট্টগ্রাম খ) সিলেট গ) ময়মনসিংহ ঘ) দিনাজপুর
সঠিক উত্তর : ক) পার্বত্য চট্টগ্রাম
১৪। মধ্যপ্রাচ্যের কোন দেশে প্রথম শহিদ মিনার নির্মিত হয়?
ক) সৌদি আরব খ) ওমান গ) কুয়েত ঘ) কাতার
সঠিক উত্তর : খ) ওমান
১৫। পার্বত্য শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
ক) ১৯৯৪ সালে খ) ১৯৯৫ সালে
গ) ১৯৯৬ সালে ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর : খ) ১৯৯৫ সালে
১৬। ভারতে পাওয়া করোনাভাইরাসের রূপান্তরিত ধরনটির নাম কী?
ক) আলফা খ) বিটা গ) গামা ঘ) ডেলটা
সঠিক উত্তর : ঘ) ডেলটা
১৭। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন করা হয় কবে?
ক) ৭ মার্চ ২০২১
খ) ১৭ মার্চ ২০২১
গ) ২৫ মার্চ ২০২১
ঘ) ২৬ মার্চ ২০২১
সঠিক উত্তর : ঘ) ২৬ মার্চ ২০২১
১৮। যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয় কত সালে?
ক) ১৮৬১ খ) ১৮৬৩ গ) ১৮৬৪ ঘ) ১৮৭২
সঠিক উত্তর : খ) ১৮৬৩
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা