Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ৭ নভেম্বর ২০২১

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। এবার সব মিলিয়ে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দেশের ইতিহাসে সরকারি কোনো চাকরিতে এটিই সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য তাই সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে।

১। ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কোন সালে?

ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৫ সালে

সঠিক উত্তর : ঘ) ১৯৭৫ সালে

২। কোনটিকে ‘গারো ক্যাপিটাল’ বলা হয়?

ক) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলাকে

খ) টাঙ্গাইল জেলার মধুপুর থানাকে

গ) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলাকে

ঘ) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর অঞ্চলকে

সঠিক উত্তর : গ) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলাকে

৩। মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কত সালে?

ক) ২০০১ সালে খ) ২০০৩ সালে গ) ২০০৫ সালে ঘ) ২০০৭ সালে

সঠিক উত্তর : ক) ২০০১ সালে

৪। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান কত?

ক) দ্বিতীয় খ) তৃতীয় গ) চতুর্থ ঘ) পঞ্চম

সঠিক উত্তর : গ) চতুর্থ

৫। কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ নয়?

ক) মুদ্রাব্যবস্থা নিয়ন্ত্রণ খ) মুদ্রার সঞ্চালন

গ) মুদ্রা প্রচলন ঘ) আমানত সংগ্রহ

সঠিক উত্তর : ঘ) আমানত সংগ্রহ

৬। কোন দেশের মহিলা ব্যাডমিন্টন টিম ‘2020 Uber Cup’ জয় করেছে?

ক) বাংলাদেশ খ) ভারত গ) পাকিস্তান ঘ) চীন

সঠিক উত্তর : খ) ভারত

৭। আবদুল কাদির খান কোন দেশের পরমাণু কর্মসূচির জনক ছিলেন?

ক) পাকিস্তান খ) আফগানিস্তান গ) মালয়েশিয়া ঘ) বাংলাদেশ

সঠিক উত্তর : ক) পাকিস্তান

৮। ভারত ও কোন দেশের মধ্যে ‘মিত্র শক্তি’ নামে দ্বিপক্ষীয় যৌথ মহড়া অনুষ্ঠিত হতে চলেছে?

ক) বাংলাদেশ খ) নেপাল গ) ভুটান ঘ) শ্রীলঙ্কা

সঠিক উত্তর : ঘ) শ্রীলঙ্কা

৯। পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি?

ক) ইন্দোনেশিয়া খ) চীন গ) মালয়েশিয়া ঘ) চিলি

সঠিক উত্তর : ঘ) চিলি

১০। সম্প্রতি কোন দেশের জন্য UNESCO 2021 State of the Education Report লঞ্চ করেছে?

ক) ভারত খ) পাকিস্তান গ) বাংলাদেশ ঘ) নেপাল

সঠিক উত্তর : ক) ভারত

১১। ‘লু’ একধরনের কী?

ক) বৃষ্টির প্রক্রিয়া খ) ঝড় গ) উষ্ণ হাওয়া ঘ) ঘূর্ণবাত

সঠিক উত্তর : গ) উষ্ণ হাওয়া

১২। অ্যাবি আহমেদ কোন দেশে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন?

ক) মালয়েশিয়া খ) ইথিওপিয়া গ) ঘানা ঘ) গিনি

সঠিক উত্তর : খ) ইথিওপিয়া

১৩। ‘বিশ্ব শিক্ষক দিবস’ কবে পালন করা হয়?

ক) ৩ অক্টোবর খ) ৪ অক্টোবর গ) ৫ অক্টোবর ঘ) ৬ অক্টোবর

সঠিক উত্তর : গ) ৫ অক্টোবর

১৪। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?

ক) মঙ্গল খ) বুধ গ) পৃথিবী ঘ) শুক্র

সঠিক উত্তর : ঘ) শুক্র

১৫। কোন নগরী বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল?

ক) কনস্টান্টিনোপল খ) লিসবন গ) প্যারিস ঘ) ভিয়েনা

সঠিক উত্তর : ক) কনস্টান্টিনোপল

১৬। কোন দিনটি প্রতিবছর ‘বিশ্ব শিশুশ্রমিকবিরোধী দিবস’ হিসেবে পালিত হয়?

ক) ১১ জুন খ) ১২ জুন গ) ১৩ জুন ঘ) ১৪ জুন

সঠিক উত্তর : খ) ১২ জুন

১৭। সম্প্রতি কে ‘দ্য নাইট ওয়াচম্যান’ নামক উপন্যাস রচনার জন্য ‘পুলিৎজার পুরস্কার ২০২১’ পেলেন?

ক) লুইস পেনগং খ) লুইস এনড্রিচ গ) সেবাস্টিয়ান ওসাকা ঘ) কায়েল পারভেজ

সঠিক উত্তর : খ) লুইস এনড্রিচ

১৮। পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে গভীর সুইমিংপুল কোথায় নির্মাণ করা হয়?

ক) ব্যাংকক খ) হংকং গ) দুবাই ঘ) সিঙ্গাপুর

সঠিক উত্তর : গ) দুবাই

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ