মাভাবিপ্রবি প্রতিনিধি
মাভাবিপ্রবি বন্ধুসভা কর্তৃক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথম আলো পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা কর্তৃক রঙিন জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে।
গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.আর.এম সোলাইমান, অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক (প্রক্টর ও মাভাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা), সহযোগী অধ্যাপক আব্দুল কাদের মিয়া (উপদেষ্টা ও সিপিএস বিভাগের চেয়ারম্যান) , অধ্যাপক ড. ইকবাল মাহমুদ (উপদেষ্টা ও মেকানিক্যাল ইন্জ্ঞিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান), শামীম আল মামুন (উপদেষ্টা ও ইএস আর এম বিভাগের চেয়ারম্যান) , উপদেষ্টা জাহাঙ্গীর আলম (সহকারী শিক্ষক, এফটিনএস), উপদেষ্টা দেবশ্রী পাল (লেকচারার, টিই বিভাগ)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যগণ।
আরো উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, ছাত্রলীগ নেতা মানিক শীল সহ অনান্য নেতাকর্মী বৃন্দ ও সাধারন ছাত্রছাত্রীবৃন্দ।
আয়োজনের শুরুতেই ছিল কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ। তারপরে মাভাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.আর.এম সোলাইমানসহ উপদেষ্টামন্ডলী ও অন্যন্য অতিথিদের বরন করে নেন। পরবর্তীতে অনুষ্ঠানের মধ্যে ছিল গুনীজন সম্মাননা। অনুষ্ঠানে দুজন গুনীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় মাভাবিপ্রবি বন্ধুসভার পক্ষ থেকে, তারা হলেন আব্দুস সাত্তার ও সুব্রত পাল হাবুল। মো. আব্দুস সাত্তার, তিনি ভাসানী ক্লাব সন্তোষের ফুটবল কোচ এবং টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য। তিনি ১৯৭৭ সাল থেকে ফুটবলের সাথে লেগে আছেন।তিনি তৃণমূল থেকে অনেক ফুটবলার বের করে জাতীয় পর্যায়ে নিয়ে গেছেন। তার হাত ধরেই অনেক ফুটবলারের হাতেখড়ি হয়,তার হাত ধরেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেছেন সন্তোষের অনেক ফুটবলার তাদের মধ্যে অন্যতম জাতীয় ফুটবলার হচ্ছেন- রায়হান হাসান, বিশ্বনাথ ঘোষ, অনিক ঘোষ। বিশ্বনাথ ঘোষ বর্তমান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম খেলোয়াড়।
সম্মাননা পাওয়া আরেকজন হচ্ছে সুব্রত পাল হাবুল। তিনি করোনাকালীন সময়ে তার সাধ্যমতো সবাইকে সহায়তা করেছেন। অনুষ্ঠানের মধ্যভাগে ২০ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপদেষ্টা এবং অন্যান্য অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। রাতে সাংস্কৃতিক প্রোগ্রামের ও আয়োজন করা হয়। কেক কাটা ও খাবার বিতরণের মাধ্যমে শেষ হয় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
মাভাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. হাফিজুল ইসলাম বলেন, "যা কিছু ভালো, তারই সাথে প্রথম আলো।। আমি সবাইকে প্রথমেই প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রোগাম করতে পেরে আমরা প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা খুবই আনন্দিত ও উৎফুল্ল। আমরা প্রতিবছর এমন আয়োজন করতে চাই। গুনীজনদের সম্মাননা দিতে চাই, শিক্ষার্থীদের পাঠ্যউপকরন দিয়ে সহায়তা করে সমাজের ভালো ভালো কাজে অংশগ্রহন করতে চাই। "
সম্মাননা দেওয়ার ব্যাপারে পদার্থ বিজ্ঞানের ৩য় বর্ষের ছাত্র ফেরদৌস শান্ত বলেন, আব্দুর সাত্তার তিনি নিজের সারাটা জীবন ফুটবল খেলা শিখিয়েছেন সবাইকে। তার ছাত্ররা জাতীয় দলসহ দেশের বড় বড় ক্লাবে নিয়মিত ফুটবল খেলে যাচ্ছেন। তিনি দেশের একজন আলোকিত মানুষ। এমন আলোকিত মানুষদেরকে সম্মাননা দিতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। ভালো থাকুক আব্দুস সাত্তার কাকা। আর সুব্রত পাল হাবুল কাকা করোনাকালীন সময়ে সবার পাশে থেকে যেভাবে কাজ করে গিয়েছেন তা অভাবনীয়। আমরা এই দুজনকে সম্মাননা স্মারক দিতে পেরে সত্যিই আনন্দিত।
আইনিউজ/ মুহাম্মদ রওশন জামিল/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা