Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ১১ নভেম্বর ২০২১
আপডেট: ০০:০৮, ১১ নভেম্বর ২০২১

রাবিতে ‘সাইবার সিকিউরিটি লিডারশীপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহযোগিতায় CRI বাংলাদেশের আয়োজনে ‘সাইবার সিকিউরিটি লিডারশীপ’ নামক এক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শুভ সাহার সঞ্চালনায় উপাচার্য, উপ- উপাচার্য ছাড়া সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ।  

এসময় সেমিনারে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, উপ-উপাচার্য প্রফেসর ড.চৌধুরী মো. জাকারিয়াসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া তাঁর বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটির ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। বর্তমান সময়ে সাইবার ক্রাইম রুখে দিতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং গুজব রুখে দিতে আহ্বান জানান।

আইনিউজ/জিয়ারত হাসান/এসডিপি 

Green Tea
সর্বশেষ