Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

রাকিবুল ইসলাম রিয়াদ, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৩, ২৭ নভেম্বর ২০২১

গণপরিবহনে হাফ পাস চেয়ে পুরান ঢাকায় বিক্ষোভ

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের দাবিতে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় পুরান ঢাকার লক্ষীবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাখারী বাজার মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় ২০ মিনিটের মতো রায়সাহেব বাজার মোড় বন্ধ করে হাফ ভাড়ার দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। এতে রায়সাহেব বাজার ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের গাড়ি ও বিভিন্ন পরিবহনের লাইসেন্স চেক করেন।

শিক্ষার্থীরা বলেন, সরকারের কাছে আমাদের দাবি আমাদের জন্য হাফ পাশ নিশ্চিত করতে হবে। আমাদের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার , মেয়ে শিক্ষার্থীদের লাঞ্চিত করা, আমাদের দেখলে বাসের দরজা বন্ধ করে দেওয়া এসব বন্ধ করতে হবে। শুধু বিআরটিসি বাসে হাফ দেয়া হয়েছে এতে আমাদের কোন লাভ হয় নেই কারণ সদরঘাটে বি আর টি সি এর কোন বাস চলাচল করে না।

এছাড়া শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নটর ডেম কলেজের ছাত্র নাইমসহ সড়কে শিক্ষার্থী মৃত্যুর দ্রুত বিচারের দাবি জানান।

Green Tea
সর্বশেষ