Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ২৯ নভেম্বর ২০২১

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : গণিত

খুব শিগগিরই অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। এবার সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে ৩২ হাজারের বেশি সহকারী শিক্ষক। যার মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৫ হাজার ৬৩০ জন। পরীক্ষায় সফল হওয়ার জন্য অনিয়মিত বেশি পড়ার চেয়ে নিয়মিত অল্প পড়াও ভালো। 

পরীক্ষাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চাকরিপ্রার্থীরা। তাই এসকল পরীক্ষার্থীদের সহযোগিতা করতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে রয়েছে আই নিউজের নিয়মিত আয়োজন। আশা করছি পাঠকেরা উপকৃত হবেন।

আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীসহ অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য গণিত থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে। 

১। ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি

সঠিক উত্তর- ঘ) ৪টি

২। ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

ক) ১২০ খ) ১৫০ গ) ২০০ ঘ) ২১০

সঠিক উত্তর- ঘ) ২১০

৩। 21 + 22 + 23 ……. + 50 =?

ক) ১০৫৬ খ) ১০৬৫ গ) ১১৫৫ ঘ) ১১৬৫

সঠিক উত্তর- খ) ১০৬৫

৪। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৭৫ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৯০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

ক) ১৫০ খ) ১৩৫ গ) ১২৫ ঘ) ১২০

সঠিক উত্তর- ঘ) ১২০

৫। একটি ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের ৭০ শতাংশ ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৬ হাজার ৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোটকেন্দ্রে কতজন ভোটার ছিল?

ক) ১৬ হাজার ২৫০ জন

খ) ১৭ হাজার ৫০০ জন

গ) ১৬ হাজার ৫০০ জন

ঘ) ১৭ হাজার ২২৫ জন

সঠিক উত্তর- ক) ১৬ হাজার ২৫০ জন

৬। মজিদ ও খালেকের বেতনের অনুপাত ৫:৩। মজিদের বেতন খালেকের বেতন অপেক্ষা ৫০০ টাকা বেশি হলে খালেকের বেতন কত?

ক) ১৫০০ খ) ১২৫০

গ) ১০৫০ ঘ) ৭৫০

সঠিক উত্তর- ঘ) ৭৫০

৭। এক ব্যক্তি ৬ শতাংশ হারে লাভের চুক্তিতে ৪ হাজার টাকা বিনিয়োগ করে। ৩ বছর পর ওই ব্যক্তি কত টাকা লাভ করে?

ক) ৪৮০ খ) ৭২০ গ) ৭৪০ ঘ) ৭৬০

সঠিক উত্তর- খ) ৭২০

৮। দুটি সংখ্যার অনুপাত ৭:৫। তাদের গ.সা.গু ৪ হলে ল.সা.গু কত?

ক) ১৪০ খ) ১৫০ গ) ১৬০ ঘ) ১৮০

সঠিক উত্তর- ক) ১৪০

৯। ১৬ জন শ্রমিক ৫ দিনে ২ হাজার ৬৪০ টাকা আয় করে। ৮ জন শ্রমিকের সমপরিমাণ টাকা আয় করতে কত দিন লাগবে?

ক) ৬ দিন খ) ৮ দিন গ) ১০ দিন ঘ) ১২ দিন

সঠিক উত্তর- গ) ১০ দিন

১০। টাকায় ১২টি লেবু ক্রয় করে ১০টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক) ১৫% খ) ২০% গ) ২২% ঘ) ২৫%

সঠিক উত্তর- খ) ২০%

১১। ১ হাজার ২০০ টাকার ৫ বছরের সরল সুদ ৩৬০ টাকা হলে সরল সুদের হার কত?

ক) ৩% খ) ৫% গ) ৬% ঘ) ৮%

সঠিক উত্তর- গ) ৬%

১২। একটি সংখ্যা ৩২৫ থেকে যত বড়, ৪১৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত ?

ক) ৩৩৫ খ) ৩৪৫ গ) ৩৬০ ঘ) ৩৭০

সঠিক উত্তর- ঘ) ৩৭০

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়