খালেদুল হক, কুবি প্রতিনিধি
আপডেট: ১৩:৩৩, ৬ ডিসেম্বর ২০২১
করোনার ক্ষতি কাটাতে কুবি প্রশাসনের ৪ দফা নির্দেশনা

করোনা মহামারীর প্রভাবে সৃষ্ট হওয়া সেশন জট কাটাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন ৪ দফা নির্দেশনা দিয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
৪ দফা নির্দেশনাগুলো হচ্ছে-
ক) ইউজিসির গাইডলাইনের আলোকে ০৪ (চার) মাসে ১ ( এক ) সেমিস্টার পরিচালনার করা। শিক্ষার্থীদের পাঠদানে সময়কাল ও ক্রেডিট ঘন্টা অপরিবর্তিত রাখা। বিভাগসমূহ একাডেমিক ক্যালেন্ডার পুনঃগঠন করা এবং তা বাস্তবায়ন করা। ফাইনাল পরীক্ষা সমাপ্তির দ্রুত সময়ের মধ্যে আন্ত:পরীক্ষক কর্তৃক উত্তরপত্র পরীক্ষা দপ্তরে প্রেরণ করা।
খ) ২০২১ সনের বর্ষপঞ্জিতে উল্লিখিত শীতকালীন এবং আগামী বছরের (২০২২ সন) গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি কমানো।
গ) সশরীরে ও অনলাইন পরীক্ষাসমূহ দুই পদ্ধতিতে চালু।
ঘ) চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতিমূলক ছুটি (Preparatory Leave ) এক সপ্তাহ করা।
গত ৭ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৪তম সভায় কোভিড ১৯ মহামারির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনে ঘটে যাওয়া ক্ষতি কটিয়ে উঠার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার রিকভারি কমিটির সুপারিশসমূহ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রেরিত রিকভারি পরিকল্পনার সাধারণ গাইডলাইনের উপর বিস্তারিত আলোচনা হয়। যা বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুন) আইন অনুষদের ডিন মো. রশিদুল ইসলাম শেখকে ডিজাস্টার রিকভারি প্ল্যান কমিটির আহ্বায়ক এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে মোট ৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
আইনিউজ/খালেদুল হক/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা