Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

খালেদুল হক, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ১৭ ডিসেম্বর ২০২১

কুমিল্লায় লালমাই থিয়েটারের বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন

নানান আয়োজনে কুমিল্লার কোটবাড়িতে বিজয় দিবস ও বিজয়ের  সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘লালমাই থিয়েটার’। বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।

আয়োজনের শুরুতে সকাল আটটায় কোটবাড়ির গন্ধমতি মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি করে লালমাই থিয়েটার। এতে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। 

আরও পড়ুন- জবিতে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ‘মুক্তির গান’ চলচ্চিত্র প্রদর্শন

র‍্যালিটি কোটবাড়ি ও চাঙ্গিনীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহানগর মাদ্রাসায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে থিয়েটার পরিচালকের সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভার  মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়। ‘দেশাত্মবোধক গান ও চিত্রাংকন প্রতিযোগিতা’ নামে দুটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি বিভাগে মোট পাঁচটি গ্রুপে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনটির উপদেষ্টা রাশেদ আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক পরিচালক সাইমুম আদিল খান। 

প্রধান অতিথি তার বক্তব্যে থিয়েটারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বলেন, ‘লালমাই থিয়েটার তার  ঐতিহ্যকে ধারন করে সুন্দর ও সুস্থ সাংস্কৃতিক বিকাশকে আরো ত্বরান্বিত করবে।’  

আরও পড়ুন- আগামীতেও লটারির মাধ্যমে হবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি

সাবেক পরিচালক সাইমুম আদিল খান তার বক্তব্যে বলেন,  ‘লালমাই থিয়েটার তার কাজের   ধারাবাহিকতা বজায় রেখে আরো  সামনে এগিয়ে যাবে’।  

তিনি এই সাংস্কৃতিক অগ্রযাত্রায় সকলকে সামিল হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে থিয়েটারের সহকারী পরিচালকের সহযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শহীদদের স্মরণে ও দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে আয়োজন সমাপ্তি হয়।

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ