Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ২৫ ডিসেম্বর ২০২১

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : বাংলা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে বিষয়ভিত্তিক বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার থেকে মোট ৮০টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। তাই নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া উচিত হবে না। তবে প্রস্তুতি ভালো থাকলে অনেক ক্ষেত্রেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় না। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ছাড়াও অন্যান্য পরীক্ষাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চাকরিপ্রার্থীরা। তাই এসকল পরীক্ষার্থীদের সহযোগিতা করতে আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে। 

১। পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি?

(ক) নভেল (খ) আফিম

(গ) ডিপো (ঘ) আলপিন

সঠিক উত্তর- (খ) আফিম

২। দন্তমূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি কোনটি?

(ক) ড (খ) দ (গ) ব (ঘ) ল

সঠিক উত্তর-(ক) ড

৩। জনৈক এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

(ক) জন+ঐক (খ) জ+নৈক

(গ) জনৈ+ক (ঘ) জন +এক

সঠিক উত্তর-(ঘ) জন +এক

৪। সাধারণ পুরুষ ও স্ত্রীজাতীয় অর্থে নিচের কোনটির লিঙ্গান্তর ঘটেছে?

(ক) বামন-বামনী

(খ) দেওর-জা

(গ) নন্দাই-ননদ

(ঘ) কুমার-কুমারনী

সঠিক উত্তর-(ক) বামন-বামনী

৫। ক্রিয়া-বিশেষণ বোঝাতে দ্বিরুক্তি শব্দের প্রয়োগ কোনটি?

(ক) দেখতে দেখতে আকাশ কালো হয়ে এল

(খ) ডেকে ডেকে হয়রান হয়েছি

(গ) এদিকে রোগীর তো যায় যায় অবস্থা

(ঘ) দেখে দেখে যেও

সঠিক উত্তর-(ঘ) দেখে দেখে যেও

৬। দুটি ক্রিয়াযোগের সাধিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?

(ক) ধীরে-সুস্থে (খ) দেখা-শোনা

(গ) জলে-স্থলে (ঘ) আয়-ব্যয়

সঠিক উত্তর-(খ) দেখা-শোনা

৭। ‘অশুভ’ অর্থে ‘অনা’ উপসর্গের উদাহরণ কোনটি?

(ক) অনামুখো (খ) অনাদর

(গ) অনাচার (ঘ) অনাবৃষ্টি

সঠিক উত্তর-(ক) অনামুখো

৮। অনুরোধে ‘না’ অব্যয়ের ব্যবহার কোন বাক্যে হয়েছে?

(ক) এখন যেও না

(খ) ওদিকে আর যাব না

(গ) তিনি যাবেন না হয় আমি যাব

(ঘ) আর একটা গান গাও না

সঠিক উত্তর-(ঘ) আর একটা গান গাও না

৯। যা-ধাতুর মধ্যম পুরুষের নিত্যবৃত্ত অতীত কালের চলিত ভাষার রূপ কোনটি?

(ক) গিয়েছিল (খ) যেতে

(গ) যাচ্ছিলি (ঘ) যাইত

সঠিক উত্তর-(খ) যেতে

১০। কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?

(ক) মিনাকে যেতে হবে

(খ) রহিমকে বলো

(গ) ভিখারিকে ভিক্ষা দাও

(ঘ) বাবাকে খুব ভয় পাই

সঠিক উত্তর-(ক) মিনাকে যেতে হবে

১১। ‘ওলা বিবি’ কে?

(ক) বসন্ত রোগের দেবী

(খ) কলেরা রোগের দেবী

(গ) যক্ষ্মা রোগের দেবী

(ঘ) কালাজ্বর রোগের দেবী

সঠিক উত্তর-(খ) কলেরা রোগের দেবী

১২। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

(ক) অক্ষয় কুমার বড়াল

(খ) অক্ষয় কুমার সেন

(গ) অক্ষয় কুমার দত্ত

(ঘ) অক্ষয় কুমার বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর-(গ) অক্ষয় কুমার দত্ত

১৩। সুধীন্দ্রনাথ দত্তের উপাধি কী?

(ক) পদাতিকের কবি

(খ) ক্লাসিক কবি

(গ) স্বপ্নাতুর কবি

(ঘ) মার্কসবাদী কবি

সঠিক উত্তর-(খ) ক্লাসিক কবি

১৪। গোলাম মোস্তফা রচিত জীবনী গ্রন্থ কোনটি?

(ক) বনি আদম (খ) সাহারা

(গ) বুলবুলিস্তান (ঘ) মরুদুলাল

সঠিক উত্তর-(ঘ) মরুদুলাল

১৫। ‘মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায়-মরা বামপাশে’–উদ্ধৃতিটি নজরুলের কোন কবিতার অংশ?

(ক) বিদ্রোহী

(খ) মানুষ

(গ) আজ সৃষ্টি-সুখের উল্লাসে

(ঘ) সাম্যবাদী

সঠিক উত্তর-(গ) আজ সৃষ্টি-সুখের উল্লাসে

১৬। বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যে নিমগ্ন চিত্ত কবি কে?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) জীবনানন্দ দাশ

(গ) বিষ্ণু দে

(ঘ) ফররুখ আহমদ

সঠিক উত্তর-(খ) জীবনানন্দ দাশ

১৭। জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণামূলক গ্রন্থ কোনটি?

(ক) রক্তঝরা একাত্তর

(খ) একাত্তরের ডায়েরি

(গ) একাত্তরের দিনলিপি

(ঘ) একাত্তরের দিনগুলি

সঠিক উত্তর-(ঘ) একাত্তরের দিনগুলি

১৮। লেখালেখিকেই জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেছিলেন কে?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) আবু জাফর ওবায়দুল্লাহ

(গ) মানিক বন্দ্যোপাধ্যায়

(ঘ) প্রমথ চৌধুরী

সঠিক উত্তর-(গ) মানিক বন্দ্যোপাধ্যায়

১৯। শেখ আজিজুর রহমানের সাহিত্যিক নাম কী?

(ক) শওকত ওসমান

(খ) মোহাম্মদ জহিরুল্লাহ

(গ) অশোক সৈয়দ

(ঘ) শামসুদ্দীন আবুল কালাম

সঠিক উত্তর-(ক) শওকত ওসমান

আইনিউজ/এসডিপি 

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে

Green Tea
সর্বশেষ