রাকিবুল ইসলাম রিয়াদ, জবি প্রতিনিধি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ছয় শিক্ষার্থী

স্নাতকের সর্বোচ্চ ফলাফলের উপর ভিত্তি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছয় অনুষদের ছয়জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’-এর জন্য মনোনীত হয়েছেন। এই ছয়জন মনোনীত শিক্ষার্থীর মধ্যে ৪ জনই নারী।
শনিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এতথ্য জানান।
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’-এর প্রদত্ত নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ থেকে ১ (এক) জন করে ৬ (ছয়) টি অনুষদের ছয়জন মেধাবী শিক্ষার্থীর তালিকা ইউজিসি বরাবর পাঠানো হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে স্নাতক শ্রেণিতে মেধায় অসামান্য অবদান রাখায় এ পদক দেওয়া হচ্ছে।
মনোনীত শিক্ষার্থীরা হলেন- কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুরাইয়া বিনতে রফিক, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিতু রানী রায়, বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান বিভাগের মো. ইসমাঈল হোসেন হৃদয়, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ মো. সাগর ইসলাম, আইন অনুষদের আইন বিভাগের মাহমুদা আমির ইভা।
উল্লেখ্য মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের ( ১০ম ব্যাচ) শিক্ষার্থী।
আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডি
আইনিউজে ভিডিও খবর-
বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে : পরিকল্পনা মন্ত্রী
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- মধ্যরাতে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে শাবিপ্রবিতে পরীক্ষা
- শাবিতে নতুন প্রক্টর
- প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শাবি
- এবার শাবি প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিলেন মিসবাহ উদ্দিন সিরাজ
- অভিযুক্ত শাবি শিক্ষার্থী সুবিরকে সাময়িক বহিষ্কার
- ২৮ এপ্রিল থেকে শাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু
- ২২১৬ জনকে ১৫ জিবি ডাটা দিল শাবি প্রশাসন
- ‘আমি সত্যি এ দুনিয়ার যোগ্য না’ লিখে খুবি শিক্ষার্থীর আত্মহত্যা