Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

রাকিবুল ইসলাম রিয়াদ

প্রকাশিত: ২৩:৩৮, ২ জানুয়ারি ২০২২

জবিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) এর কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।  

রোববার (২জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

আরও পড়ুন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি`র ৩৫ ক্যাডেটের পদোন্নতি

এসময় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বঙ্গবন্ধু কর্নার স্থাপন কমিটির আহবায়ক ও সদস্যবৃন্দ, পরিচালক (ছাত্র কল্যাণ), পরিচালক (অর্থ ও হিসাব), প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক,  বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- জবি ছাত্রলীগের নেতৃত্বে ফরাজী-আকতার

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়। এর পরবর্তীতে ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ