খালেদুল হক, কুবি প্রতিনিধি
কুবিসাসের নতুন কমিটির পুষ্পস্তবক অর্পণ

কেন্দ্রীয় শহিদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ।
সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১২ টায় এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের সাংবাদিক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।
আরও পড়ুন- বিপ্লব, মুরাদের নেতৃত্বে কুবিসাসের নতুন কমিটি
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি শাহাদাত বিপ্লব, সহ-সভাপতি খালেদ মোর্শেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ফরহাদ, অর্থ সম্পাদক মীর শাহাদাত হোসাইন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন মাহি, তথ্য ও পাঠাগার সম্পাদক কাজী দেলোয়ার হোসাইন শরীফ, কার্যকরী সদস্য আহমেদ ইউসুফ ও ইকবাল মনোয়ার।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামান, সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২০ এর সভাপতি তানভীর সাবিকসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
আরও পড়ুন- আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।
আইনিউজ/খালেদুল হক/এসডিপি
আইনিউজ ভিডিও
ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা