Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

মুহাম্মদ রওশন জামিল, মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ৪ জানুয়ারি ২০২২

মাভাবিপ্রবিতে ভর্তি : প্রতি আসনের জন্য লড়বেন ৮৮ জন শিক্ষার্থী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ৫ টি অনুষদের অধীনে ১৬ টি বিভাগ মিলিয়ে ৮১০ আসনের বিপরীতে আবেদন করেছে ৭১ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। যেখানে প্রতি আসনের জন্য লড়ছে প্রায় ৮৮ জন।

সোমবার (৩ জানুয়ারি) রাত ১১.৫৯ মিনিটে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

এক আবেদন ফিতেই শর্ত সাপেক্ষে একের অধিক অনুষদে আবেদন করতে পেরেছে শিক্ষার্থীরা। আবেদন ফি পরিশোধ করেছে ২০ হাজার ৫৩১ জন শিক্ষার্থী।

২০২০-২১ শিক্ষাবর্ষে মাভাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদে আবেদন করেছে ৯ হাজার ২৯৬ জন, লাইফ সায়েন্স অনুষদে ১৫ হাজার ৩২১, সায়েন্স অনুষদে ৯ হাজার ২৭১, সোস্যাল সায়েন্স অনুষদে ১৮ হাজার ৯২২ এবং বিজনেস স্টাডিজ অনুষদে ১৮ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।

মাভাবিপ্রবির আইসিটি বিভাগের প্রভাষক এবং ভর্তি পরীক্ষার সফটওয়্যার পরিচালনা কমিটির সদস্য মোঃ তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, শর্ত ও যোগ্যতা সাপেক্ষে একজন শিক্ষার্থী যতগুলো অনুষদে আবেদন করতে পারতো তা শুধুমাত্র একবার আবেদন ফি ৬০০ টাকা পরিশোধে করতে পেরেছে। যেসকল শিক্ষার্থীরা ৩ জানুয়ারি রাত ১২ টার আগে আবেদন করতে সমস্যায় পড়েছে তাদের মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল ৩ টা পর্যন্ত সময় দিয়ে সমস্যার সমাধান করা হয়েছে। যদি কেউ ৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে সমস্যায় পড়ে থাকে তবে তাদের অভিযোগের প্রেক্ষিতে সমাধান করা হবে বলে জানান তিনি।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী মাভাবিপ্রবিতে ভর্তি আবেদনে  ‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে এক থেকে পাঁচটি অনুষদে আবেদনের সুযোগ পেয়েছে। ‘বি’ ইউনিটের মানবিক বিভাগ এবং ‘সি’ ইউনিটের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা উভয়ই  দুটি অনুষদে আবেদনের সুযোগ পেয়েছে।

এর আগে ১১ ডিসেম্বর থেকে মাভাবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু হয়। ৩১ ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও ৩ জানুয়ারি পর্যন্ত ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়।

আগামী ১০ জানুয়ারি যোগ্য প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আইনিউজ/মুহাম্মদ রওশন জামিল/এসডি

আইনিউজে ভিডিও খবর-

বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে : পরিকল্পনা মন্ত্রী

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সর্বশেষ