Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি 

প্রকাশিত: ২০:২০, ২৪ মে ২০২৩

শাবির কারিকুলামে শিল্প প্রতিনিধি নিয়োগ: সমালোচনার মুখে বাতিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স, এমফিল ও পিএচডির কারিকুলাম কমিটিতে ইউ.এস বাংলা এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক (পিআর) মো.কামরুল ইসলামকে শিল্প প্রতিনিধি হিসাবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেইমওয়ার্কের নির্দেশনা অনুসারে আগামী ১বছরের জন্য অত্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের এ শিক্ষার্থী নিয়োগ পান।

তবে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমালোচনার মুখে একদিনের ব্যবধানে এ নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অর্থনীতি বিভাগের কারিকুলাম পর্যালোচনা শিল্প প্রতিনিধি হিসাবে প্রেরিত মো.কামরুল ইসলামকে ভাইস চ্যান্সেলরের নির্দেশে নিয়োগ বাতিল করা হয়েছে। এবং এর সাথে সাথে অর্থনীতি বিভাগের প্রধানের আলোচনাক্রমে নতুন একজন শিল্প প্রতিনিধি নিয়োগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ২৩ মে মো. কামরুল ইসলামের নিয়োগের বিষয়ে আরেক বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান। পরে  বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদ ও সমালোচনার জন্ম দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন সময়ে ইউ.এস.বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে বিশেষ অবদান রাখার জন্যই তাকে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু মো. কামরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রদলের সভাপতি থাকায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ সমালোচনার জেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন মো. কামরুল ইসলামের নিয়োগ বাতিল করেছে।

এই নিয়োগ নিয়ে ছাত্রলীগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়োগপত্র শেয়ার করে লিখেন, ‘শাবি প্রশাসন জামাতি প্রশাসন একজন ছাত্রদলের সভাপতি কে?? ছিঃ।’

মলয় সরকার নামে শাবি ছাত্রলীগের সাবেক এক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘শাবিপ্রবির সাবেক ছাত্রদল সভাপতি মো. কামরুল ইসলাম ভাইকে পুরস্কৃত করায় শাবিপ্রবি প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়