Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৫, ২৩ নভেম্বর ২০২৩

শাবি প্রেসক্লাবের সাথে সাংস্কৃতিক সংগঠন থিয়েটার সাস্ট’র মতবিনিময়

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাথে বিশ্ববিদ্যালয়ের নাট্য বিষয়ক সংগঠন থিয়েটার সাস্ট’র মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত এর সঞ্চালনায় ও সভাপতি নুরুল ইসলাম রুদ্র এর সভাপতিত্বে থিয়েটার সাস্ট এর সভাপতি পলাশ বখতিয়ার, সহ-সভাপতি কৌশিক মজুমদার নীলয়, সাধারণ সম্পাদক রানা বাবু, সাংগঠনিক সম্পাদক রশিদ আবরার, দপ্তর সম্পাদক মৃদুল রাজবংশী কৌশিক, সহ-সাধারণ সম্পাদক হালিমা খানম শশী, আলোক সম্পাদক নাফিজ রহমান সৌমিক, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদা আক্তার, সহ-প্রচার সম্পাদক কাজী ঝুমাইয়া হোসাইন, উপস্থিত ছিলেন। 

থিয়েটার সাস্ট এর সভাপতি পলাশ বখতিয়ার বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন গুলো দীর্ঘদিন ধরে রুম সংকটে ভুগছেন। ইউনিভার্সিটি সেন্টারের মাত্র দুটি রুমে সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাংস্কৃতিক কর্মীরা। বর্তমানে এর সাথে নতুন করে যোগ হয়েছে বিভিন্ন বিভাগ। বিভাগগুলো থেকে শিক্ষার্থীদেরকে রুম না দেওয়ার কারণে তারাও এখানে এসে রিহার্সাল করেন। ফলে রুম সংকটের মাত্রা আরো বেশি তীব্র হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়কে সবসময় আনন্দমুখর করে রাখে। থিয়েটার সাস্ট নাটকের মাধ্যমে সামাজিক অবক্ষয় তুলে ধরে নানা দিকনির্দেশনা প্রদান করে। তাদের কাজের ধারা অব্যাহত রাখতে শাবি প্রেসক্লাব সর্বদা পাশে থাকবে। 

এসময় শাবি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ তানভীর হাসান, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ, কার্যকরী সদস্য সাগর হাসান শুভ্র, নুর আলমসহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় শেষে শাবি প্রেসক্লাবকে একটি বই উপহার দেন থিয়েটার সাস্ট'র সদস্যরা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়