Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩০, ২৮ জানুয়ারি ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে তৌসিফ মাহবুব: ‘আর ধোঁকা খেতে চাই না’

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা, প্রতিশ্রুতি ও জনসংযোগে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এমন প্রেক্ষাপটে নির্বাচনী প্রতিশ্রুতি ও একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তৌসিফ বলেন, ‘আমাদের দেশ যে অবস্থানে আছে, প্রতিটি ক্ষেত্রেই আমাদের চাহিদা অনেক বেশি। আগেও বলেছি, এখনও বলছি আমি একজন শিল্পী, আমি কোনো দলের না। তবে সাধারণ জনগণের একজন হিসেবে চাই, যেই নির্বাচিত হোক না কেন, তারা যেন সবার আগে জনগণের কথা ভাবেন।’

নির্বাচনের আগে প্রার্থীদের দেওয়া নানা প্রতিশ্রুতি প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, ‘নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু নির্বাচন শেষে যেন সেই প্রতিশ্রুতিগুলো ঠিক থাকে এটাই আমরা চাই। জনগণ হিসেবে আমাদের চাওয়া খুব বেশি কিছু নয়, শুধু প্রতিশ্রুতি রক্ষা।’

অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তৌসিফ আরও বলেন, ‘আগে অনেকবার আমরা ধোঁকা খেয়েছি। আর ধোঁকা খেতে চাই না। এই ধোঁকার কারণেই অনেক মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। আবার অনেকের মুখে শুনেছি, বাংলাদেশের ওপর থেকে মন উঠে গেছে, তাই বিদেশে চলে যেতে চান। এর মধ্যে তারকারাও আছেন। তবে আমি এই চিন্তাধারায় বিশ্বাসী নই।’

দেশপ্রেমের কথা তুলে ধরে তৌসিফ মাহবুব বলেন, ‘আমি জন্মের পর থেকেই আমার দেশকে পাগলের মতো ভালোবাসি। অবুঝ বাচ্চাদের মতো দেশটাকে ভালোবাসি। মন থেকে বিশ্বাস করি, বাংলাদেশ একদিন রাজনীতি কিংবা সংস্কৃতির মাধ্যমেই হোক, পৃথিবীর বুকে অনেক ভালো একটি অবস্থানে পৌঁছাবে।’

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়