Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬,   মাঘ ১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ১৪ জানুয়ারি ২০২৬

বিয়ে করলেন রাফসান-জেফার

কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্কটি আজ বুধবার আনুষ্ঠানিক পরিণয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, “পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।”

রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে আলোচনা চলছিল। বিভিন্ন অনুষ্ঠান ও ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের কৌতূহল বাড়ালেও বিষয়টি সবসময়ই ব্যক্তিগত পর্যায়ে রেখেছিলেন তারা। অবশেষে বিয়ের ঘোষণার মধ্য দিয়ে সেই রহস্যের পর্দা সরালেন এই তারকা দম্পতি।

এদিকে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে। সহকর্মী, শোবিজের পরিচিত মুখ এবং অসংখ্য ভক্ত-অনুরাগী নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন।

উল্লেখ্য, রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় প্রায় এক বছর আগে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনাও দেখা যায়। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়।

বিশেষ করে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে অবস্থিত একটি জনপ্রিয় পেরি পেরি ফুডশপে দুজনের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।

সব আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নতুন জীবনের পথে একসঙ্গে হাঁটতে শুরু করলেন রাফসান সাবাব ও জেফার রহমান। নবদম্পতির জন্য শুভকামনা।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়