Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪০, ১১ জানুয়ারি ২০২৬

ভাঙছে সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান-রোজার সংসার

স্ত্রী রোজা আহমেদের সঙ্গে সংগীতশিল্পী তাহসান। ছবি: সংগৃহীত

স্ত্রী রোজা আহমেদের সঙ্গে সংগীতশিল্পী তাহসান। ছবি: সংগৃহীত

স্ত্রী রোজা আহমেদের সঙ্গে আর একসঙ্গে থাকছেন না জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। বিয়ের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি নিয়মিতই দেখা যেত। তবে সম্প্রতি তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে।

গত কয়েক মাস ধরে এই দম্পতি আলাদা থাকছেন এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অবশেষে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। এক ক্ষুদে বার্তায় তিনি জানান, “দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।”

ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছার কথাও জানান এই শিল্পী। তিনি বলেন, “পারসোনাল লাইফ নিয়ে পাবলিকলি কিছু বলতে চাইনি। কিন্তু অ্যানিভার্সারি ঘিরে অনেক ফেক নিউজ দেখলাম, তাই জানাতে হচ্ছে আমরা অনেক দিন ধরেই একসঙ্গে থাকছি না।”

রোজা আহমেদ তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। মাত্র চার মাসের পরিচয়ের পর ২০২৫ সালের ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। পেশায় রোজা একজন মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় ধরে তিনি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাঁদের সংসারের ইতি ঘটে।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়