বিনোদন ডেস্ক
আপডেট: ১২:০৯, ১৪ জানুয়ারি ২০২৬
আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন জেফার রহমান ও রাফসান সাবাব
কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। ছবি: আই নিউজ
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনের আলোচিত এই সম্পর্ক আজ বুধবার আনুষ্ঠানিক রূপ পাচ্ছে।
প্রায় এক বছর ধরে জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে দুজনই ছিলেন নীরব। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে বরাবরই ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়েছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলা থেকে বিরত ছিলেন। অবশেষে সব জল্পনার ইতি টেনে বিয়ের মাধ্যমে পরিণতি পাচ্ছে তাদের সম্পর্ক।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে আজ তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। ইতোমধ্যে ঘনিষ্ঠজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে জেফার রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।
জানা যায়, দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই জেফার ও রাফসানের পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা একসময় বিয়ের সিদ্ধান্তে রূপ নেয়। প্রায় এক বছর আগে রাফসানের সংসার ভাঙনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে একসঙ্গে ভ্রমণে দেখা যাওয়ায় আলোচনাটি আরও জোরালো হয়।
গেল বছরের মাঝামাঝি থাইল্যান্ডের ব্যাংককে তাদের একসঙ্গে দেখা যায়। সিয়াম প্যারাগন শপিংমলের একটি ফুডশপে তোলা তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সম্পর্কের গুঞ্জন নতুন করে আলোচনায় আসে। সে সময় এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে জানতে চাইলে জেফার রহমান বলেন, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সে বিষয়ে বলার কিছু নেই।
ওই সাক্ষাৎকারে জেফার আরও বলেন, বিয়ে না করলেও মানুষ তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা মন্তব্য করছে। তাই এসব বিষয়ে আর কিছু বলতে চান না। যার যা ইচ্ছা বলুক বা ভাবুক ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু শেয়ার করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলেও জানান এই কণ্ঠশিল্পী।
সবশেষে আজ জেফার রহমান ও রাফসান সাবাবের শুভ পরিণয়ের মধ্য দিয়ে অবসান ঘটছে সব গুঞ্জন ও জল্পনার।
ইএন/এসএইচএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























