Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ১৮ ডিসেম্বর ২০২০

রোহিঙ্গা শিশুদের জন্য নিজ ভাষায় সিসিমপুর

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শিশুদের জন্য তাদের নিজ বাসায় আসছে সিসিমপুর। আজ (শুক্রবার) অলাভজনক প্রতিষ্ঠান সিসামি ওয়ার্কশপ এক বিবৃতিতে জানিয়েছে।

দুই মাপেট বা কথক পুতুল চরিত্রের নাম দেওয়া হয়েছে নুর ও আজিজ। তাদের ছয় বছরের যমজ হিসেবে অনুষ্ঠানে পরিচয় করানো হবে। শত-শত রোহিঙ্গা শিশুকে ট্রমা থেকে বের করে আনতে স্বাস্থ্যসহ নানা বিষয়ে রোহিঙ্গা ভাষার এই অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করা হবে।

প্রাথমিক শিক্ষা দিতে নুর এবং আজিজ আমাদের সমস্ত প্রচেষ্টার কেন্দ্র, মন্তব্য করে সিসামির সামাজিক প্রভাব প্রকল্পের সভাপতি শেরি ওয়েস্টিন বিবৃতিতে বলেন, নভেল করোনাভাইরাসের সময় রোহিঙ্গা শিশুদের অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা উপকৃত হবে।

‘অধিকাংশ রোহিঙ্গা শিশুর জন্য নুর এবং আজিজ হবে প্রথম মিডিয়া চরিত্র, যারা তাদের মতো শব্দ করবে। এই সময়ে তাদের জন্য এটি ভীষণ দরকারি।’

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রায় অর্ধেকই শিশু। সংখ্যাটা সাত লাখের বেশি!

তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা তো নেই-ই, পারিবারিকভাবেও কিছু শেখার সুযোগ কম।

সিসামি ওয়ার্কশপ জানিয়েছে, অনুষ্ঠানে নুরকে সাহসী মেয়ে হিসেবে তুলা ধরা হয়েছে, যে খেলার জন্য মজার মজার সব নিয়ম সৃষ্টি করে। অন্যদিকে তার ভাই আজিজ গল্পকথক, যার ক্রিয়েটিভিটি কখনো কখনো প্রাত্যহিক কাজ থেকে তাকে দূরে সরিয়ে রাখে।

এই প্রোগ্রামে সহায়তা করছে বাংলাদেশের ব্র্যাক। সংস্থাটি জানিয়েছে, খুব দ্রুত ভিডিও অনুষ্ঠান শুরু হবে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ