বিনোদন ডেস্ক
আপডেট: ১৯:৫০, ৩০ ডিসেম্বর ২০২১
এবার করোনার আক্রমণ নোরা ফাতেহির ওপর

নোরা ফাতেহি, বলিউডের ড্যান্সিং ট্যালেন্ট। 'দিলবার' দিয়ে বলিউডে যে পদক্ষেপ হয়েছিলো সেটি অক্ষুণ্ণ রেখে মিউজিক ইন্ডাস্ট্রি, রিয়েলিটি শো এমনকি অভিনয়েও দারুণ মেধার পরিচয় দিচ্ছেন তিনি। ব্যালি ড্যান্স কিংবা হিপহপ, নোরা ফাতেহি মানেই হিট। এবার এই নোরা ফাতেহির ওপরেই আক্রমণ করেছে করোনাভাইরাস।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) একটি বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন নোরা ফাতেহির মুখপাত্র।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, সেই বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে করোনায় আক্রান্ত অভিনেত্রী। এর পর থেকেই কোয়ারেন্টিনে রয়েছেন এবং বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) বিধিনিষেধ মেনে চলছেন তিনি।
তার মুখপাত্র বিবৃতিতে আরও জানান, সমস্ত প্রটোকল মেনে নোরা কোয়ারেন্টিনে রয়েছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।
নোরা ফাতেহির মুখপাত্র আরও জানান, গতকাল থেকে অভিনেত্রীর যে ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলো আগের ইভেন্টের। কয়েকদিন ধরে কোথাও যাননি নোরা।
- আরও পড়ুন- আইসিইউতে চিত্রনায়ক সোহেল রানা
অল্প কয়েকদিনের মধ্যেই বলিউডের বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার জানা যায় দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন অর্জুন কাপুর। একই সঙ্গে তার ছোট বোন অংশুলা কাপুরও আক্রান্ত।
একই দিনে খবর পাওয়া যায় স্বামীসহ করোনায় আক্রান্ত সোনম কাপুরের ছোট বোন প্রযোজক রিয়া কাপুর। এদিকে দিন কয়েক আগেই করোনা মুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তার বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা।
আইনিউজ/এসডি
মাহিকে ধর্ষণের ইচ্ছা প্রতিমন্ত্রী মুরাদের, হজ্ব থেকে বোরকা পড়ে যা বললেন নায়িকা
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা
মিন্নির কবরের জীবন
অকালে মারা গেলেন পুনিথ রাজকুমার, তার অর্থে চলতো ২৬ টা অনাথ আশ্রম
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে
- আগামীকাল লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর
- র্যাবের নজরে আরও ডজনখানেক মডেল-অভিনেত্রী
- বৃহস্পতিবার অভিনেতা অপূর্বের বিয়ে
- করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সেলিম চৌধুরী
- চিত্রনায়ক শাহিন আলম এখন কাপড় ব্যবসায়ী
- সমরজিৎ রায়ের ‘মেঘবালিকা’ গানে প্রথমদিনেই বাজিমাত, দর্শকমুগ্ধতা
- রণেশ ঠাকুরের ঘরে আগুন: গানের মাধ্যমে সঙ্গীত শিল্পী প্রীতমের প্রতিবাদ
- ৭৭ বছর বয়সী অভিনেতা প্রবীর মিত্রের করোনা জয়
- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর