আই নিউজ প্রতিবেদক
আহমেদ রুবেলের মৃ ত্যু: শেষ মুহূর্তে কী ঘটেছিল
অভিনেতা আহমেদ রাজিব রুবেল। ছবি- সংগৃহীত
বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল প্রয়াত হয়েছেন। বুধবার বিকেলে নিজের অভিনীত একটি সিনেমার প্রিমিয়ার শো দেখতে এসে পথিমধ্যেই প্রাণ হারান ৫৫ বছর বয়সী এই অভিনেতা। তাঁর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না সহঅভিনেতাসহ তাঁর সাথে দীর্ঘ ধরে কাজ করে আসা শিল্পী-কলাকুশলীরা। নাট্যাঙ্গন জুড়ে এক শোকের ছায়া নেমেছে 'বৃক্ষ মানব' রুবেলের মৃত্যুকে ঘিরে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৮ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসক অভিনেতা আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন। নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসক গণমাধ্যমকে জানান, চিকিৎসকের কাছে যখন আহমেদ রুবেলকে নিয়ে যাওয়া হয় তখন তাঁর প্রাণ ছিল না।
জানা যায়, বুধবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটিতে জয়া আহসান, আহমেদ রুবেল অভিনীত 'পেয়ারার সুবাস' সিনেমার প্রিমিয়ার শো ছিলো। সেই শোতে অংশ নিতে গাজীপুরের বাড়ি থেকে আহমেদ রুবেল নিজেই গাড়ি ড্রাইভ করে আসছিলেন। মাঝরাস্তায় ছবিটির একজন সহ পরিচালক ও সহশিল্পীকেও গাড়িতে তোলে সবাই মিলে বসুন্ধরা সিটিতে যান পৌনে পাঁচটার দিকে।
তাঁর সঙ্গে থাকা ওই দুই জন গণমাধ্যমকে জানিয়েছেন, আহমেদ রুবেল বসুন্ধরা সিটির বেজমেন্টে গাড়ি পার্কিং করার পর সবাই যখন হেঁটে যাচ্ছিলেন তখন হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। এসময় আঘাত পেয়ে তাঁর মাথা ফুলে যায়। তবে, তাঁর জ্ঞান ছিল। এ অবস্থায় তাঁকে বসুন্ধরা সিটির প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোজা নিয়ে আসা হয় স্কয়ার হাসপাতালে। এখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঠিক কী কারণে আহমেদ রুবেলের মৃত্যু হয়েছে এখনি কেউ বলতে পারছেন না। তবে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতা আহমেদ রুবেল মারা গিয়ে থাকতে পারেন।
এদিকে, আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় জনপ্রিয় এই অভিনেতার মৃতদেহ। সেখানে সাংস্কৃতিক অঙ্গণের মানুষ তাঁকে শেষ বিদায় জানাবেন।
আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রয়াত নাট্যগুরু সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা শুরু হয়। এরপর দীর্ঘ সময়ে কাজ করেছেন টেলিভিশন, মঞ্চ, বড় পর্দাসহ নানা মাধ্যমে।
তিনি হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’তে অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত ‘ঘোড়া মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তাঁর অভিনীত 'বৃক্ষ মানব' চরিত্রটি দীর্ঘদিন মানুষের মনে দাগ কেটে থাকবে। সেই নাটকে আহমেদ রুবেল গাছেদের কথা বুঝতে পারতেন, গাছের সঙ্গে কথা বলতেন। মাঝেমাঝে গাছের গায়ে হাত বুলিয়ে দিতেন।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে