Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ২০ জুন ২০২৪
আপডেট: ১৯:১০, ২০ জুন ২০২৪

আজ সঙ্গীতশিল্পী সুস্মিতার জন্মদিন

সিলেটের জনপ্রিয় লোকগীতি সঙ্গীতশিল্পী সুস্মিতা দে। ছবি আই নিউজ

সিলেটের জনপ্রিয় লোকগীতি সঙ্গীতশিল্পী সুস্মিতা দে। ছবি আই নিউজ

আজ ২০ জুন। ১৯৯৯ সালের এই দিনে জন্ম নেন এপার ওপার বাংলার জনপ্রিয় কোকিলকণ্ঠী সংগীতশিল্পী সুস্মিতা দে। বরাবরের মতো এ জন্মদিনেও ভক্তরা ভালোবাসায় সিক্ত করছেন এই গায়িকাকে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকেই শুভেচ্ছায় ভেসে গেছেন তিনি। তবে জন্মদিন উপলক্ষ্যে করেননি কোনো আনুষ্ঠানিক আয়োজন। ঘরোয়া আয়োজনেই উদযাপন করা হয়েছে তার জন্মদিন। 

এইবারের জন্মদিন তিনি তার পরিবারের সাথেই কাটিয়েছেন এবং যারা তার গান ভালোবাসেন এবং তাকে জন্মদিনে নানান ভাবে ভালোবাসা দিয়েছেন তিনি সবার কাছেই কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন। সম্রতি তিনি ইন্ডিয়া আসামেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন, এবং তার প্রশংসা সর্বদাই কিংবদন্তি মিতালি মুখার্জি, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিত, কবির বকুল, ওপার বাংলার অনেক গুনীজনরা তার গানের কন্ঠের প্রশংসা করেছেন। তারমধ্যে প্রেমাংশু দাস, এবং চন্দনা মজুমদারের কন্যা সন্তান ও তার গানে মুগ্ধ।

তিনি তার গান, গায়কি, কন্ঠ, এবং নিজের ব্যক্তিত্ব দিয়ে তার জনপ্রিয়তা ছাড়িয়ে যাচ্ছেন। তিনি কিংবদন্তি কুমার বিশ্বজিৎ এর সংগীতায়োজনে লোকসংগীত ‘পূর্বে তোমার যে ভাব ছিলো রে’ গানটি গেয়ে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। ওপার বাংলার জি বাংলার স্টার জলসায় বাংলাদেশকে প্রেজেন্ট করেছেন। দেশের জনপ্রিয় আরটিভি ফোক স্টেশনে সুস্মিতার সবকটি লোকগান কোটি কোটি মানুষের মন জয় করেছে। 

সম্প্রতি তিনি ‘হাবিবি মাশাল্লাহ গানে জনপ্রিয়তা পেয়েছেন সেখানে কাজ করেছেন সুস্মিতা দে। শেখ হাকিম সাগর এবং লুনাটিক্স ভীর। সুস্মিতা দের মৌলিকগানও রয়েছে বেশ কয়েকটি সেগুলো ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে।

সুস্মিতা দে বলেন, ‘এটা সম্পুর্ণই মহান সৃষ্টিকর্তার অপার আশির্বাদ এবং মায়ের আশির্বাদ। শ্রোতাদের ভালোবাসায় তার সংগীত সাধনার ফল তিনি পেয়েছেন। সুস্মিতা এভাবেই শুদ্ধ গানের সাথে থাকতে চান এবং তিনি বাংলাভিশন চ্যানেলে সংগীতানুষ্ঠান সাধু সংগীতে  লোকগান গেয়েছেন, মাছরাঙা চ্যানেল, চ্যানেল আইসহ প্রতিটি টেলিভিশন চ্যানেলে সংগীতানুষ্ঠানে গান গেয়েছেন। সকলের আশির্বাদ ও ভালোবাসায় থাকতে চান।’

এবারের জন্মদিন তিনি ভীষণ আনন্দে কাটিয়েছেন বিশেষ করে তিনি বলতে চান তার একজন অন্ধভক্ত ‘তানভীর আহমেদ জয়’ তাকে প্রথম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাতে তিনি অতন্ত্যই খুশি হয়েছেন এই ভালোবাসাতেই তিনি থাকতে চান।

আই নিউজ/আরএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়