Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯, ১ আগস্ট ২০২০

বিশ্বজুড়ে একদিনে রেকর্ড প্রায় তিন লাখ মানুষের করোনা শনাক্ত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ শনাক্তে নতুন রেকর্ড হয়েছে।

ডব্লিউএইচও শুক্রবারের হিসেব ধরে জানিয়েছে, ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে রেকর্ড ২ লাখ ৯২ হাজার ৫২৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এর আগে বিশ্বজুড়ে করোনা শনাক্তের আগের রেকর্ডটি হয়েছিল ২৪ জুলাই, ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন।

নতুন আক্রান্তদের বেশির ভাগই যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার। আক্রান্তের বৈশ্বিক তালিকায় চারটি দেশের অবস্থানই যথাক্রমে শীর্ষ চারে।

এখন পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১ কোটি ৭৭ লাখের বেশি মানুষকে। এদিকে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে প্রাণহানি ঘটেছে বিশ্বজুড়ে ৬ হাজার ৮১২ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৩ হাজারের বেশি।

জুলাই মাসে প্রতিদিন গড়ে করোনায় ৫ হাজার ২০০ মৃত্যু দেখেছে বিশ্ব, যা জুন মাসের গড় থেকে ঢের বেশি। জুন মাসে প্রতিদিন গড়ে মৃত্যু ছিল ৪ হাজার ৬০০।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ