আপডেট: ১০:০৫, ২৯ আগস্ট ২০১৯
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এ খবর জানিয়েছেন।
বৃহস্পতিবার প্রকাশিত এক টুইট বার্তায় তিনি জানান, বুধবার রাতে প্রশিক্ষণের উদ্দেশ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ও বহু ধরনের ওয়ারহেড বহনে সক্ষম গজনবী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে।
ক্ষেপণাস্ত্রটি একটি ওয়ারহেডকে ২৯০ কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাশ্মীর নিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই পরীক্ষাটি চালালো পাকিস্তান।
ভারত, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর দেশটির সঙ্গে পাকিস্তানের বিদ্যমান উত্তেজনা তীব্র হয়ে ওঠে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষের সেনাদের মধ্যে গোলা বিনিময়ের খবরও পাওয়া গেছে।
এ পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া তিনটি যুদ্ধের দুটিই কাশ্মীরকে কেন্দ্র করে হয়েছে।
ভারতের ওই সিদ্ধান্তের পর দেশটির সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান, পাশাপাশি ইসলামাবাদ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে তীব্র প্রতিক্রিয়া জানায়।
আইনিউজ/এসবি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের