আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৮:০৯, ২ মে ২০২১
অভিনন্দনে ভাসছেন মমতা

মমতা বন্দোপাধ্যায়
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুই শতাধিক আসনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়। এ উপলক্ষ্যে অভিনন্দন জানাতে শুরু করেছেন অন্য রাজ্যের শীর্ষস্থানীয় রাজনীতিবিদেরা।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা মমতা ব্যানার্জিকে। অত্যন্ত কঠিন লড়াই ছিল। পশ্চিমবঙ্গবাসীকেও আমার শুভেচ্ছা রইল।’
এনসিপি প্রধান শরদ পাওয়ার লিখেছেন, ‘শুভেচ্ছা মমতা ব্যানার্জি। অভাবনীয় জয়। মানুষের জন্য আপনি যেভাবে কাজ করছেন সেটাই আগামীদিনে বজায় থাকুক। একইসঙ্গে মহামারীর মোকাবিলাও করুন।’
পিডিপি নেত্রী মেহবুবা মুফতি লিখেছেন, ‘বিভেদকামী শক্তিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলার মানুষকে কুর্নিশ।’
ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আব্দুল্লাহ বলেছেন, ‘বিজেপি ও নির্বাচন কমিশনের বিরোধিতা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে জয়ী হয়েছেন। তাকে অভিনন্দন।’
ভারতে এই দফা বিধানসভা নির্বাচনে পাঁচটি রাজ্যে নির্বাচন হলেও প্রায় সবার নজর ছিল পশ্চিমবঙ্গে। বুথ ফেরত জরিপের মতো রোববার শুরুর ভোট গণনায়ও ছিল তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত।
তবে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলেও জয় পেতে চললেও স্বস্তিতে নেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা মমতার নিজ আসন নন্দীগ্রামে তার হেরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাও আবার দীর্ঘদিনের রাজনৈতিক শীষ্য শুভেন্দু অধিকারীর সঙ্গে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে টানটান উত্তেজনা নন্দীগ্রামে। প্রতিটি রাউন্ডে রীতিমতো ওঠানামা চলছে। কিন্তু এখনও বলা যাচ্ছে না ফলাফল কি হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে