Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ১৩ জুন ২০২১
আপডেট: ২৩:৫৮, ১৩ জুন ২০২১

যুদ্ধবিরতির পরেও ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েলিরা

আল-কুদস শহরে ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় এক ফিলিস্তিন নারী নিহত হয়েছেন। শনিবার (১২ জুন) ২৮ বছর বয়সি ফিলিস্তিন নারী ইবতিসাম কাআবানেকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় তারা।

আলজাজিরার বরাতে জানা যায়, জেরুজালেম আল-কুদস শহরের উত্তর অংশে কালান্দিয়া এলাকার প্রবেশ পথে এই নারীকে গুলি করে করা হয়। এ সময় তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে অনুমতি দেয়নি ইসরাইলি সেনারা।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, ওই নারী একটি চাকু বহন করছিল যে জন্য তাকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। ইহুদিবাদীরা ফিলিস্তিনি জনগণকে হত্যা করার পর সবসময়ই এ ধরনের অজুহাত তুলে ধরছে।

এর আগে শুক্রবারও ইসরাইলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরের নাবলুস শহরে ১৫ বছর বয়সি এক ফিলিস্তিন কিশোরকে গুলি করে হত্যা করে। সম্প্রতি অধিকৃত পশ্চিমতীরে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি জনগণকে গুলি করে হত্যা করছে ইহুদিবাদী সেনারা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়