Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ১০ মার্চ ২০২২

ইউক্রেনে ৩৭ শিশু নিহত, পালিয়েছে ১০ লাখ : ইউনিসেফ

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১৫ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। এই সংঘাতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

এ নিয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ইউক্রেনে ৩৭ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। 

তিনি আরও বলেছেন, ইউক্রেনের ১০ লাখের বেশি শিশু পালাতে বাধ্য হয়েছে। 

এক বিবৃতিতে রাসেল বলেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা- যার মধ্যে রয়েছে হাসপাতাল, পানি, নিষ্কাশন ব্যবস্থা ও স্কুল, এসবের বিরুদ্ধে হামলা বিবেকহীন। তিনি এসবের ওপর হামলা শিগগিরই বন্ধ করার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, 'ইউক্রেনের শিশুদের গভীরভাবে শান্তি দরকার।'

এদিকে, রাশিয়ার বেপরোয়া বোমাবর্ষণে রক্তাক্ত হয়েছে ইউক্রেনের একটি মা ও শিশু হাসপাতাল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতালটি। অনেক শিশু হতাহত হয়েছে এবং কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে এসে গেছে রাশিয়ার বিশাল সামরিক বহর। তবে গত কয়েক দিন ধরে বহরটি নির্দিষ্ট একটি স্হানে থেমে আছে। তবে কী কারণে থেমে আছে তা নির্দিষ্ট করে জানা না গেলেও মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দাদের ধারণা, জ্বালানি সংকটের কারণে বহরটি থেমে থাকতে পারে। যদিও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৪০ মাইলব্যাপী এই সামরিক বহরটি থেমে থাকা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ন্যাটোতে যোগদানের ইচ্ছা তার আর নেই। এসব ঘটনার মধ্যেই আজ তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা। অন্যদিকে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে পোল্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুতিন অবশ্যই ব্যর্থ হবেন এবং রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ