আইনিউজ ডেস্ক
নবী অবমাননায় ভারত জুড়ে মুসলমানদের বিক্ষোভ

ভারতের জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এবং নবীন জিন্দাল এক টিভি টক শো এবং সোশ্যাল মিডিয়ায় মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে অবমাননার জের ধরে ভারত জুড়ে তীব্র বিক্ষোভ করেছেন ভারতীয় মুসলমান সমাজ। নুপুর শর্মা এবং নবীন জিন্দাল টিভি টক শো এবং টুইটারে মুহাম্মাদ (স.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর দিল্লি জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। ওই প্রতিবাদ সমাবেশে নুপুর শর্মার গ্রেফতার দাবি জানানো হয়।
এ বিষয়ে দিল্লি জামে মসজিদের শাহী ইমাম ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, কে বা কারা এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে তা তিনি জানেন না। প্রথম এক জন শ্লোগান দেওয়ার পরই জমায়েত শুরু হয়। পরে বিক্ষোভ সমাবেশ বড় হতে থাকে। দলেদলে মুসলিম জনতা এসে মিছিলে যোগ দিতে থাকেন। এসময় তারা অভিযুক্ত দুজনকে গ্রেফতারেরও দাবি জানান।
নুপুর শর্মার মুহাম্মদ (স.)-কে নিয়ে করা অবমাননাকর মন্তব্যের জের ধরে ভারতকে হামলার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)। গত ৭ দিল্লি, মুম্বাই, উত্তর প্রদেশ এবং গুজরাটে বোমা হামলার হুমকি দিয়েছে একিউআইএস।
এদিকে দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশের অনেক শহর লখনৌ-কানপুর-ফিরোজাবাদে মহানবির ব্যাপারে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ফুঁসে ওঠে জনতা। শাহরানপুরের বিক্ষোভ থেকে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির কিছু অংশে কারফিউ জারি করে প্রতিবাদ দমন করে পুলিশ।
এর আগে, দিল্লি পুলিশের সাইবার সেল বিজেপি নেত্রী নুপুর শর্মা, নবীন জিন্দালসহ আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় সামাজিক সম্প্রীতি নষ্টের দায়ে কয়েকজন মুসলিম নেতাকেও অভিযুক্ত করা হয়।
অপরদিকে নুপুর শর্মার মুহাম্মদ (স.)-কে নিয়ে করা অবমাননাকর মন্তব্যের জের ধরে ভারতকে হামলার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)। গত ৭ দিল্লি, মুম্বাই, উত্তর প্রদেশ এবং গুজরাটে বোমা হামলার হুমকি দিয়েছে একিউআইএস।
আইনিউজ/এইচএ
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও
বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে!
আলী আমজাদে রিইউনিয়ন
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!
- ভারতে সাতটি রাজ্যে ছড়িয়েছে পঙ্গপাল, ঝুঁকিতে আছে গ্রীষ্মকালীন ফসল
- করোনায় ভারতে এইচএসসি পরীক্ষা বাতিল
- মাথায় কাঁঠাল পড়ে আহত, টেস্ট করে জানা গেল করোনা আক্রান্ত
- মাস্ক পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা
- করোনায় মৃত্যু হলো এক মাতৃভাষার!