আই নিউজ ডেস্ক
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিংয়ে ভূমিধস, নিহত ৭
পাকিস্তান ও আফগানিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং তোরখামে ভয়াবহ ভূমি ধস হয়েছে। গত ১৮ এপ্রিল মঙ্গলবার ভোররাতের দিকে হওয়া এই ভূমিধসের পর এখন পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা বাহিনী।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বাণিজ্য অনেকাংশে এই সীমান্ত ক্রসিংনির্ভর। দিনরাত ২৪ ঘণ্টা এই সীমান্ত দিয়ে চলাচল করে মালবাহী ট্রাক, বাস ও মানুষজন। মঙ্গলবার ভোররাতে যখন ভূমিধস ঘটে, তখন পাকিস্তান অংশে ক্রসিং পেরোনোর সারিতে ছিল শতাধিক ট্রাক। সেসব ট্রাকের মধ্যে অন্তত ২০টি মাটি ও পাথরের নিচে চাপা পড়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে জানিয়েছেন দুর্যোগ মোকাবিলা বাহিনীর মুখপাত্র বিলাল ফাইজি।
যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের কেউ ট্রাকের ড্রাইভার, কেউবা হেলপার ছিলেন।
তোরখাম ক্রসিং থেকে মাত্র ১২০ মিটার (প্রায় ৩৮০ ফুট) দূরত্বে ঘটে ভূমিধস। ড্রাইভার-হেলপারদের অনেকেই তখন সেহেরিতে ব্যস্ত ছিলেন। আকস্মিক এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন তারা।
জিও নিউজকে ফাইজি বলেন, ‘কতজনের মৃত্যু হয়েছে— এখনও বলা সম্ভব নয়। মাটি-পাথরের স্তুপ সরালে তা জানা যাবে। আশার কথা হলো, ইতোমধ্যে আমরা ৬০ শতাংশ আবর্জনা সরিয়ে ফেলেছি।
ঠিক কী কারণে এই ভূমিধস ঘটল— তাও এখন পর্যন্ত জানা যায়নি। তবে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা মনে করছেন, ক্রসিংপথ আরও বড় করতে গত কয়েকমাস ধরে ক্রসিংয়ের আশপাশের পাহাড়গুলো কাটা হচ্ছে। এর ফলেই ঘটেছে মঙ্গলবারের এই ভূমিধস।
আইনিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই

























