Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ৩১ আগস্ট ২০২৩

জোহানেসবার্গে আবাসিক ভবনে আগুন লেগে ৫২ জন নি হ ত 

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে দমকল কর্মীদের তৎপরতা। ছবি- স্কাই নিউজ

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে দমকল কর্মীদের তৎপরতা। ছবি- স্কাই নিউজ

দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর জোহানেসবার্গে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। খবর- বিবিসির। এ ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে স্কাই নিউজ। 

দেশটির জরুরী পরিষেবাগুলির মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, ভবনের ভেতরে অনেক বেশি লোক আটকা পড়ে থাকলে মৃ তে র সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন মুলাউদজি। 

দুর্ঘটনা কবলিত বিল্ডিংটিতে কোনো ধরনের দালিলিক লিজ ছাড়াই অন্তত ২০০ জনের মতো গৃহহীন বাস করতেন। আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরটায় সেখানের বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেয়া হয়। 

কতৃপক্ষের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ঘটনাস্থলের আগুন অনেকটাই নিভিয়ে ফেলা হয়েছে। তবে কালো হয়ে যাওয়া ভবনের জানালা দিয়ে এখনও ধোঁয়া বেরোচ্ছে।

এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বা কারণ সম্পর্কে এখনো কিছু জানতে পারে নি কতৃপক্ষ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়