Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

মো. রওশান উজ্জামান রনি

প্রকাশিত: ১০:১৭, ৯ সেপ্টেম্বর ২০২৩

ভূমিকম্প

মরোক্কোয় ৬.৮ মাত্রার ভূমিকম্প

মরোক্কোয় ৬.৮ মাত্রার ভূমিকম্প | ছবি সংগৃহীত

মরোক্কোয় ৬.৮ মাত্রার ভূমিকম্প | ছবি সংগৃহীত

৬.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো মরোক্কো। এতে দেশটির উত্তরের রাবার থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত কেঁপে ওঠে। এখন পর্যন্ত তিন শতাধিক মরদেহ উদ্ধারের দাবি করেছে বিভিন্ন সংস্থা।

স্থানীয় সময় রাত ১১টার দিকেই কম্পন হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মরক্কোর চতুর্থ বৃহত্তম নগরী মারাকেশ থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাত্র কিলোমিটার ঘুরে। শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড মরক্কো নিহতের সংখ্যা ২৯৬ জন।

বিভিন্ন গণমাধ্যম জানায় সবচেয়ে ক্ষতি হয়েছে মেদিনীনা শহরে। প্রাচীন এই শহরের বেশিরভাগ স্থাপনাই পুরনো। ভূমিকম্পের ধাক্কায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন এবং স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই। কর্তৃপক্ষ জানায় রাতে বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়েছিলেন তখন ভূমিকম্প হওয়ায় প্রাণহানি বেশি হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আসংখ্যা করা হচ্ছে।


আই নিউজ/আর

আরও পড়ুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়