Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

কামরুল হাসান শাওন, লন্ডন

প্রকাশিত: ১২:৪৪, ১০ জুলাই ২০২৪

যুক্তরাজ্যের মন্ত্রী হলেন রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যে মন্ত্রীত্ব পাওয়া দুই ব্রিটিশ বাংলাদেশি নারী টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলী।

যুক্তরাজ্যে মন্ত্রীত্ব পাওয়া দুই ব্রিটিশ বাংলাদেশি নারী টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলী।

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরশ্কুশ ভোটে জয় লাভ করেছে লেবার পার্টি। ৪১২ টি আসন পেয়ে ১৪ বছর পর সরকার গঠন করে লেবার পার্টি। এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন চার ব্রিটিশ বাংলাদেশী। 

লন্ড‌নের হ্যাম‌স্টেড ও হাই‌গেট আসন থে‌কে টানা চতুর্থবার বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর দৌ‌হিত্র টিউলিপ সিদ্দিক। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে টানা পঞ্চমবার এমপি নির্বাচিত হয়েছেন রোশনারা আলী। পপলার অ্যান্ড লাইম হাউজ আসন থেকে আপসানা বেগম দ্বিতীয়বা‌র জয়লাভ করেছেন। আর লন্ড‌নের ই‌লিং সেন্ট্রাল ও একটন আসনে টানা চতুর্থবা‌র জয়ী হয়েছেন ড. রূপা হক। তারা সবাই লেবার পার্টির প্রার্থী।

বিজয়ের পরপর এই আলোচনা আসেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপিরা কে যাচ্ছেন মন্ত্রী সভায় ।

মঙ্গলবার ৯ জুলাই চমক নিয়ে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই এমপি ব্রিটিশ সরকার নগরমন্ত্রী হিসাবে দ্বায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। 

আগের কনজারভেটিভ সরকারের আমলে এইচএসবিসির সাবেক ব্যাংকার বিম নগরমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 

যুক্তরাজ্যের হাউজিং কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন রোশনারা আলী এমপি।

২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রওশনারা আলী। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়