Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬,   পৌষ ২২ ১৪৩২

সাহিত্য সম্পাদক

প্রকাশিত: ১২:০৯, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ১৯:১৯, ২২ নভেম্বর ২০২০

বড় ভাই কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ`র মতো অকালেই প্রাণ হারালেন কবি হিমেল

কবি হিমেল বরকত

কবি হিমেল বরকত

বড় ভাই কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ'র মতো অকালেই প্রাণ হারালেন কবি হিমেল বরকত। কবি হিমেল বরকতের বড় ভাই বাংলা সাহিত্যের তরুণ বিদ্রোহী কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। তিনিও অকালে প্রাণ হারিয়েছিলেন।

কবি হিমেল বরকত লেখালেখির পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক।

ড. নাহিদ হক জানান, শনিবার সকাল ১১টার দিকে হিমেল বরকতের হার্ট অ্যাটাক হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়