আই নিউজ ডেস্ক
আদালতে ডিম ও জুতা নিক্ষেপের শিকার শামসুদ্দিন চৌধুরী মানিক
আদালতে তোলার সময় উত্তেজিত জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করতে থাকেন।
সিলেটের কানাইঘাট সীমান্ত হয়ে ভারতে পালানোর সময় আটক হয়েছেন সাবেক বিচারপতি বিতর্কিত এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে 'কালো মানিক'। আটকের পর তাকে আদালতে নেওয়া হয়েছে। আদালতে তোলার সময় উত্তেজিত জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করতে থাকেন।
শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালায়।
পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।
এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরে আজ ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























