Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ১১ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৯:২৫, ১১ জানুয়ারি ২০২৪

শপথ নিলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রী, প্রতিমন্ত্রীরা

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শপথ নিলেন নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ৭টা ৩ মিনিটে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান। 

সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী এ শপথ নেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হয়ে নতুন ইতিহাস গড়েছেন সংসদ নেতা শেখ হাসিনা। ৩৭ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে প্রবেশ করেন। এ শপথ নেওয়ার মাধ্যমে টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এবার সরকার গঠনের মাধ্যমে স্বাধীনতার পর পঞ্চমবারের মতো ক্ষমতায় আসলো আওয়ামী লীগও।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নিয়েছেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। 

এরপর এদিন সন্ধ্যার পর বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভানেত্রী। সেখানে রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত দেন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দেন রাষ্ট্রপতি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়