Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

রিপন দে

প্রকাশিত: ১৬:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২

বিড়াল হত্যা করে ঝুলিয়ে রাখা হলো গাছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর-কালিটি রোডের বিটিআরআই এলাকায় রাস্তার পাশে গাছের উপর একটি বিড়ালকে হত্যা করে কে বা কারা ঝুলিয়ে রেখেছে। ঘটনাটি গতকাল সকালেও ঘটলেও আজ বিষয়টি জানাজানি হয়। 

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় মানুষজন রাস্তার পাশে একটু উঁচু গাছের ডালে বিড়ালটি ঝুলে থাকতে দেখেন। তবে কারা মেরেছে তা জানেন না। যদিও দুপুরের পরে আর ঝুলানো ছিল না।  

কুলাউড়া ডিগ্রি কলেজের ছাত্র ও স্থানীয় বাসিন্দা পারভেজ আহমেদ জানান, আমি গতকাল সকালে এই বিড়ালটিকে গাছের উপর ঝুলন্ত অবস্থায় দেখি। এরপর ভিডিও করে সকালেই সামাজিক মাধ্যমে পোস্ট করে এর বিচার দাবি করি। তবে দুপুরের নামাজের পর আবার যাই কিন্তু তখন দেখি নাই। কেউ ঘটনায় দায় স্বীকার করছেনা তবে আমার ধারণা কালিটি রোডের মালিকিল এলাকার কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

পারভেজ আহমেদ আরও জানান, এই বিড়ালটি দেখে আমি চোখের জল ধরে রাখতে পারিনি। খুবই নিশংস ঘটনা এটি। এটা পালিত নাকি বন্য জানিনা তবে মারলেও এভাবে ঝুলিয়ে রাখা খুব নির্মমতা। আমি এখন পর্যন্ত মানতে পারছিনা এমন নিশংস ঘটনা। 

আরও পড়ুন- বৈদ্যুতিক তারে জড়িয়ে চশমাপরা হনুমানের মৃত্যু

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, খুবই নির্মম ঘটনা। কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তা বের করার জোরালো চেষ্টা করছি। এদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা এদের শাস্তি নিশ্চিত করব। যারা এমন নির্মম ঘটনা ঘটাতে পারে তাদের জন্য যেকোনো অপরাধ করা সম্ভব। স্থানীয়দের উচিত এদের চিহ্নিত করতে সাহায্য করা।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়