Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

সোশ্যাল মিডিয়া ডেস্ক

প্রকাশিত: ০০:৪৪, ৮ অক্টোবর ২০২০

আসুন ধর্ষকদের প্রতিরোধ করি : হানিফ সংকেত

ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে সোচ্চার শিল্পী, সাংবাদিক, রাজনীতিবিদ, ছাত্র, শিক্ষকসহ নানা শ্রেণীপেশার মানুষ। এরই ধারাবাহিকতায় আওয়াজ তুলেছেন জনপ্রিয় টিভি উপস্থাপক হানিফ সংকেতও। 

বুধবার (৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নারী নির্যাতনের ব্যাপারে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন- 

ধর্ষণ নামক এক ঘৃণ্য সামাজিক ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে চারিদিকে। ধর্ষণের শিকার হয়ে সামাজিকভাবে লাঞ্ছিত-বঞ্চিত হয়ে অসংখ্য নারী বেছে নিচ্ছেন আত্মহননের পথ। নারীদের উপর যারা এ ধরণের পাশবিক আচরণ করছে তারা মানুষ নামের অমানুষ। এদের মনুষ্যত্ব নেই, আছে পশুত্ব। আর এই পশুরা আমাদের মা, বোন, স্ত্রী, কন্যাদের সম্ভ্রমহানি করছে যেখানে সেখানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অজপাড়া গাঁয়ের কোন গৃহবধু, এমনকি শিশুরাও এই পশুদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলছে এদের ধর্ষণ সন্ত্রাস। আসুন সবাই মিলে এই ধর্ষকদের প্রতিরোধ করি। তুলে দেই আইনের হাতে। আর এদের ব্যাপারে দাবী একটাই, বিচারে দীর্ঘসূত্রীতার জটিল জট ভেঙ্গে দ্রততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা।

ধর্ষকদের রক্ষা নাই, সর্বোচ্চ শাস্তি চাই।

সোচ্চার হয়ে বলি সবাই, বন্ধ হোক ধর্ষণ

নারী মাতা, নারী বধু, কন্যা এবং বোন।

Green Tea
সোশ্যাল মিডিয়া বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়