Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ২ জুন ২০২১
আপডেট: ২৩:৫৭, ২ জুন ২০২১

গভীর রাতে মাশরাফির ফেসবুক স্ট্যাটাস, কী সেই জরুরী বার্তা?

গতকাল মঙ্গলবার (১ জুন) গভীর রাতে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন তার সাথে ভুল তথ্য দিয়ে চুক্তি করা এক এমএলএম গ্রুপের কথা। একইসাথে তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন তার ছবি দিয়ে প্রচার করা বিজ্ঞাপনে বিভ্রান্ত না হওয়ার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে মাশরাফির দেওয়া এই স্ট্যাটাস।

গত এপ্রিলে ‘এসপিসি গ্রুপ’ নামক এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে মাশরাফি জানিয়েছেন, তাকে চুক্তির সময় এসপিসি গ্রুপ তাদের ব্যবসার ধরণ সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছিলো তা সঠিক নয়। তাই এসপিসি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করেছেন ম্যাশ।

চুক্তি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফিকে নিজেদের ‘শুভেচ্ছা দূত’ হিসেবে পেয়েছিল এসপিসি গ্রুপ। চুক্তির বিনিময়ে তার এলাকা নড়াইলে ১০০টি সিসিটিভি স্থাপনসহ আরও সামাজিক উন্নয়নে কাজ করার কথা ছিল এসপিসি গ্রুপের, এ কারণেই অনেকটা অপরিচিত এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন মাশরাফি। বিনিময়ে ‘নড়াইল এক্সপ্রেসের’ বিভিন্ন সময় ধারণকৃত ছবি ও ভিডিও ব্যবহারের অনুমতি পায় কোম্পানিটি। 

তবে তাদের ব্যবসা সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল, এ অভিযোগ এনে গত মঙ্গলবার (১ জুন) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে চুক্তি বাতিলের বিষয়টি জানান সাবেক বাংলাদেশি এই পেসার।

ফেসবুকে দেওয়া পোস্টের মাধ্যমে মাশরাফি জানান,  চুক্তির আগে মাশরাফিকে তাদের ব্যবসার ধরন সম্পর্কে ভুল বোঝানো হয়েছিল। বিষয়টি বুঝতে পেরেই নিজেকে চুক্তি থেকে সরিয়ে নেন তিনি, পাঠিয়েছেন উকিল নোটিশও। মঙ্গলবার (১ জুন) গভীর রাতে ব্যক্তিগত ফেসবুক পাতায় এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত-সমর্থকদেরকে এ বিষয়ে সতর্কও করেছেন তিনি। 

মাশরাফি ফেসবুক পোস্টে লিখেন, ‘গত এপ্রিলে আমি ‘এসপিসি গ্রুপ’ নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘শুভেচ্ছা দূত’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারনা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।’

‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।’ 

আইনিউজ/এসডি

Green Tea
সোশ্যাল মিডিয়া বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়