Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১

‘মা এখন আর ফোন দেয় না, আরেকজনকে বিয়ে করেছে’

ফাইল ছবি

ফাইল ছবি

‘মা এখন আর আমায় ফোন দেয় না। আমার সঙ্গে কথাও বলে না। মা অনেক পচা হয়ে গেছে। সে আরেকজনকে বিয়ে করেছে। আপনারা আমার মাকে এনে দিন। আমি মা আর বাবাকে নিয়ে সবাই একসঙ্গে থাকব।’

সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এভাবে নিজের আকুতি তুলে ধরেন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আগের সংসারের আট বছর বয়সী শিশুকন্যা রাফিয়া হাসান তুবা।

এর আগে, বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তামিমা দাবি করেন, শিশু তুবাকে জোর করে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে।

তবে গণমাধ্যমে দেয়া বক্তব্যে এ কথা অস্বীকার করেছে তুবা। সে জানায়, নিজের ইচ্ছায় দাদির কাছে থাকে সে।

গেল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি। কিন্তু বিয়ের সপ্তাহ পার না হতেই বেরিয়ে আসে বিস্ফোরক তথ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তামিমার আরেক স্বামী রাকিব হোসেন ও সন্তানের ছবি। তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা, দাবি করেন রাকিব। এতে চারিদিকে শুরু হয় চরম বিতর্ক।

পরে ২৪ ফেব্রুয়ারি এ ঘটনায় নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা করেন রাকিব। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয় আদালত।

রাকিবের আইনজীবী ইসরাত হাসান জানান, মামলায় তামিমা সুলতানা তাম্মিকে প্রধান আসামি ও ক্রিকেটার নাসির হোসেনকে দুই নম্বর আসামি করা হয়েছে। এতে আগের বিয়ে গোপন রেখে নতুন বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি ইসলামী শরিয়াহ মোতাবেক তিন লাখ এক টাকা কাবিনে তাম্মিকে বিয়ে করেন রাকিব। তাদের সংসারে আট বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় ঘটনার বিষয়ে সম্পূর্ণ জেনেছেন তিনি।

মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করেছেন; যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গিয়েছেন। তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী শিশু কন্যা মারাত্মভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এ ধরনের কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে; যা তার জন্য অপূরণীয় ক্ষতি।

আইনিউজ/আরআর

সংশ্লিষ্ট খবর-

বানোয়াট তথ্যের জন্য আমি ও আমার স্ত্রী দায়ী নই: নাসির

স্ত্রীর বিরুদ্ধে বাজে কথা বললেই আইনি ব্যবস্থা নেবেন নাসির

নাসির-তামিমার বিরুদ্ধে মামলা তদন্তে পিবিআইকে নির্দেশ

সমালোচনাকে পাশ কাটিয়ে বিবাহোত্তর সংবর্ধনা সারলেন নাসির

‘ছেলে সতীন’ নিয়ে বিপাকে ক্রিকেটার নাসির হোসেন, অডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়